Durga Puja 2021 : ছিন্নভিন্ন জীবনের গল্প বোনা হয়েছে দুর্গোৎসবের মণ্ডপসজ্জায়

Last Updated:

ছেঁড়াফাটা সেই জীবনের গল্প বোনা হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসবের মণ্ডপসজ্জায় (Santoshpur Trikon Park Durga Puja)

কলকাতা : রোজের রোজগারই যাঁদের বেঁচে থাকার অবলম্বন, তাঁদের রোজনামচা নিয়েই মণ্ডপসজ্জা (Durga Puja 2021)। করোনার ধাক্কা কাটিয়ে তাঁদের দিন আনা দিন খাওয়া জীবন কি স্বাভাবিক হয়েছে ?  একটু হলেও ফিরতে পেরেছে পুরনো ছন্দে ? ছেঁড়াফাটা সেই জীবনের গল্প বোনা হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসবের মণ্ডপসজ্জায় (Santoshpur Trikon Park Durga Puja)।
করোনা আতঙ্ক ঘরবন্দি করেছে জীবনকে ।  জীবনের পাশাপাশি বন্দি হয়ে পড়েছে অগণিত মানুষের উপার্জন। বিশেষ করে দিন আনি, দিন খাই পরিবারগুলির হাল শোচনীয়। জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । তাঁদের সংগ্রমা, তাঁজের রোজনাচমচাই এ এবার উপজীব্য সন্তোষপুর ত্রিকোণ পার্কের শারদোৎসবে ৷
আরও পড়ুন : অতিমারির সামাজিক প্রেক্ষাপটে সমাজসেবী সংঘের পুজোর ভাবনা ‘অন্য কুয়াশা’
মণ্ডপসজ্জার পরতে, পরতে গাঁথা হয়েছে সাম্প্রতিক কঠিন সময়ের দলিল। বড়বাজার থেকে পোস্তা বাজার , গিরিশ পার্ক,  উত্তর কলকাতার বড় অংশজুড়ে শ্রমজীবী মানুষের বাস। গা ঘেঁষাঘেঁষি গেরস্থালির টুকরো বিবরণ কখনও ইনস্টলেশনে। কখনও আবার ভিডিও প্রেজেন্টেশনে।
advertisement
advertisement
আরও পড়ুন : কয়েকশো বছর ধরে এই সাবেক দুর্গোৎসবের নবমীতে করা হয় মহামারি পুজো
মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা শিল্পী অসীম পাল নিজেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলেন। শহরের আনাচে কানাচে ঘুরে শ্রমজীবী মানুষের দিনলিপি ক্যামেরাবন্দি করেছেন। সেগুলিই দেখানো হচ্ছে মণ্ডপে। ইট,কাঠ, লোহা, টিন থেকে রিকশ, ট্যাক্সি...মণ্ডপ জুড়ে খেটে খাওয়া মানুষের সংগ্রামী চালচিত্র।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021 : ছিন্নভিন্ন জীবনের গল্প বোনা হয়েছে দুর্গোৎসবের মণ্ডপসজ্জায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement