মহেশতলায় ১৪ কিশোরকে নির্যাতন, নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক! মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ

Last Updated:

জিন্স কারখানায় ১৪ বছরের কিশোরকে নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদেই নিখোঁজ নাবালকের খোঁজ মিলতে পারে বলে অনুমান পুলিশের।

Representative Image
Representative Image
কলকাতা: কলকাতা সংলগ্ন সন্তোষপুরের একটি জিন্স কারখানায় ১৪ বছরের কিশোরকে নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
তাকে জিজ্ঞাসাবাদেই নিখোঁজ নাবালকের খোঁজ মিলতে পারে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই মোস্তাফা কামাল ও তৌহিদ আলমকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কারখানায় ধৃতদের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিল।  ইসলামপুরের ছোঘরিয়া গ্রামের বাসিন্দা নাবালক, পরিবারের দাবি অনুযায়ী, মিথ্যা মোবাইল চুরির অভিযোগে তাঁকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয় এবং শরীরে কারেন্টের শক দেওয়া হয় । নাবালকের খোঁজে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ ও তার পরিবার।
advertisement
রবীন্দ্রনগর থানার একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই ইসলামপুর রওনা দিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে বহু অসঙ্গতি ধরা পড়েছে। একজন দাবি করেছে, মারধরের পর নাবালক কারখানা থেকে পালিয়ে যায়, অপরজন জানিয়েছে, তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়—তবে কোন জায়গায়, তা স্পষ্ট করে বলতে পারেনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মহেশতলায় ১৪ কিশোরকে নির্যাতন, নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক! মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement