মহেশতলায় ১৪ কিশোরকে নির্যাতন, নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক! মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ

Last Updated:

জিন্স কারখানায় ১৪ বছরের কিশোরকে নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদেই নিখোঁজ নাবালকের খোঁজ মিলতে পারে বলে অনুমান পুলিশের।

Representative Image
Representative Image
কলকাতা: কলকাতা সংলগ্ন সন্তোষপুরের একটি জিন্স কারখানায় ১৪ বছরের কিশোরকে নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
তাকে জিজ্ঞাসাবাদেই নিখোঁজ নাবালকের খোঁজ মিলতে পারে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই মোস্তাফা কামাল ও তৌহিদ আলমকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কারখানায় ধৃতদের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিল।  ইসলামপুরের ছোঘরিয়া গ্রামের বাসিন্দা নাবালক, পরিবারের দাবি অনুযায়ী, মিথ্যা মোবাইল চুরির অভিযোগে তাঁকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয় এবং শরীরে কারেন্টের শক দেওয়া হয় । নাবালকের খোঁজে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ ও তার পরিবার।
advertisement
রবীন্দ্রনগর থানার একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই ইসলামপুর রওনা দিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে বহু অসঙ্গতি ধরা পড়েছে। একজন দাবি করেছে, মারধরের পর নাবালক কারখানা থেকে পালিয়ে যায়, অপরজন জানিয়েছে, তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়—তবে কোন জায়গায়, তা স্পষ্ট করে বলতে পারেনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মহেশতলায় ১৪ কিশোরকে নির্যাতন, নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক! মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement