Privilege Motion against Santanu Sen|| পেগাসাস ইস্যুতে সংসদে তুলকালাম! স্বাধিকার ভঙ্গের অভিযোগ কেন্দ্রের, বিপাকে শান্তনু সেন

Last Updated:

Privilege Motion against Santanu Sen: শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে কেন্দ্র (Privilege Motion against Santanu Sen)। স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যসভার চেয়ারম্যানের রয়েছে।

#নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে (Pegasus spyware controversy) বৃহস্পতিবার দুপুরে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর (Union Information Technology Minister Ashwini Vaishnaw)। দুপুর দু'টোয় রাজ্যসভায় তিনি বলতেও শুরু করেছিলেন। মিনিট তিনেক বলার পরেই তার আসনের দিকে ছুটে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন (Trinamool Congress (TMC) MP Santanu Sen)। মন্ত্রীর বিবৃতির কপি কেড়ে নিয়ে ছিঁড়ে (snatched and tore) ফেলেন। সঙ্গে সঙ্গেই তুমুল হইচই শুরু করে দেন বিজেপি সাংসদরা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান মন্ত্রীকে তাঁর বিবৃতি টেবিলে রাখতে বলে দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন।
এ দিকে শান্তনুর অভিযোগ, ওই ঘটনার পর আরেক কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তার সঙ্গে দৃষ্টিকটু ভাবে অশালীন আচরণ করেন, এমনকি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই নিয়ে পরে রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অভিযোগ জানান তৃণমূল সাংসদরা।
সূত্রের খবর, শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে কেন্দ্র  (Privilege Motion against Santanu Sen)। স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যসভার চেয়ারম্যানের রয়েছে। এককভাবে তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন অথবা রাজ্যসভার প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি বিবেচনার জন্য পাঠাতে পারেন। সেক্ষেত্রে প্রিভিলেজ কমিটির কাছে হাজিরা দিতে হবে শান্তনুকে। যা বিড়ম্বনার বিষয়। অতীতে স্বাধিকার ভঙ্গের নোটিশে শাস্তির মুখে পড়েছেন একাধিক সংসদ। সংসদের কক্ষে লোকসভার স্পিকার ওম বিড়লা এমন বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় একসঙ্গে সাতজন সাংসদকে সাসপেন্ড করেছেন।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো ঘটনায় বেশ চাপে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্যসভায় দিনের ঘটনার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি। তার কথায়, "যা বলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে আমি কোন মন্তব্য করব না।" উল্লেখ্য, স্বাধিকার ভঙ্গ কমিটি মনে করলে অভিযুক্ত কোনও সাংসদকে একদিন থেকে পুরো অধিবেশনকালের জন্য সাসপেন্ড করার সুপারিশ করতে পারে। আবার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে বা ক্ষমা চাইলে তেমন কোন কিছু ছাড়াই মীমাংসা হয়ে যেতে পারে। যদিও সেদিনের ঘটনায় সরকারের মনোভাব তেমন নয়। ঘটনার নিন্দা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং তিনি নিজেই জানিয়েছেন সরকারের তরফে শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে।
advertisement
Rajib Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Privilege Motion against Santanu Sen|| পেগাসাস ইস্যুতে সংসদে তুলকালাম! স্বাধিকার ভঙ্গের অভিযোগ কেন্দ্রের, বিপাকে শান্তনু সেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement