ভিক্টোরিয়ায় বসল স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন, নারী সুরক্ষায় আরও একবার হাত বাড়াল এ শহর
Last Updated:
নারী সুরক্ষায় আরও একবার হাত বাড়াল শহর কলকাতা।
#কলকাতা: নারী সুরক্ষায় আরও একবার হাত বাড়াল শহর কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসল স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন। মহিলাদের ঋতুকালীন সময়ে হঠাৎ প্রয়োজন মেটাতে এই সিদ্ধান্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের। এই প্রথম দেশের কোনও জাতীয় স্মৃতিসৌধে বসানো হয়েছে স্যানিটরি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন।
আসলে কলকাতা আছে কলকাতাতেই। নারী পরিচয়কে নিরাপত্তা দিতে এ শহর উদ্যোগী হয়েছে বারবার। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত জাতীয় স্মৃতিসৌধে বসল স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন। দেশি বা বিদেশি মহিলাদের পর্যটকদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের।
- ৫৭ একরের জমিতে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল
advertisement
-শ্বেতপাথরের স্মৃতি সৌধ দেখতে বছরে গড়ে ৩৬ লক্ষ পর্যটক আসেন
advertisement
-যাঁদের মধ্যে ১৫ লক্ষ মহিলা
-প্রতিদিন আসেন ৩০-৪০ হাজার মহিলা
মহিলাদের হঠাৎ প্রয়োজনে মুশকিল আসান করতেই উদ্যোগী কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল বসেছে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন।
- মহিলা শৌচালয়গুলিকে আরও উন্নত ও পরিষ্কার করা হয়েছে
advertisement
- বসানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন
- বিনামূল্যে ৩টি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট
- পরে সামান্য খরচে মিলবে ন্যাপকিন
এই প্রথম দেশের কোনও জাতীয় স্মৃতিসৌধের এধরনের উদ্যোগে খুশি মহিলারাও। মূল লক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মহিলা ও শিশুবান্ধব করা। ইতিমধ্যেই এখানে বিশেষভাবে সক্ষমদের জন্যও তৈরি হয়েছে শৌচাগারও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2018 6:10 PM IST


