Sandip Ghosh-CBI: আরজি করের ঘটনার দিন কাকভোরে ড্রাইভারকে ফোন সন্দীপের! তারপর কী ঘটে? মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য CBI-এর হাতে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Sandip Ghosh-CBI: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ সরকারি গাড়ির চালকের কাছে ভোর বেলায় ফোন যায়। ভোর বেলায় গাড়ির চালককে ফোন করে ডেকেছিলেন স্বয়ং সন্দীপ ঘোষ।
কলকাতা: আরজি করের নারকীয় ঘটনার দিন কাকভোরে ফোন করা হয়েছিল আরজি কর হাসপাতালের অধ্যক্ষের জন্য বরাদ্দ গাড়ির চালককে। প্রসঙ্গত, সেই সময় আরজি করের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ স্বয়ং। আর সেই সূত্রেই আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ সরকারি গাড়ির চালকের কাছে ভোর বেলায় ফোন যায়। ভোর বেলায় গাড়ির চালককে ফোন করে ডেকেছিলেন স্বয়ং সন্দীপ ঘোষ। এমনই জেনেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই চালকের বয়ান রেকর্ড করেছে সিবিআই। যাচাই করা হয়েছে ওই গাড়ির গতিবিধি।
advertisement
advertisement
যদিও সন্দীপ ঘোষ সিবিআই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সকাল ১০টার পর ঘটনা সম্পর্কে তিনি জানেন। এখানেই অসঙ্গতি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। যা তদন্তে অন্য মোড় দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে, আরজি কর দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিশ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডির তদন্তকারী অফিসারদের। প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই ইঙ্গিত পেয়েছে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 11:42 AM IST