Samik Bhattacharya: ইন্দিরা, ক্লিওপেট্রার পথে বাংলার শমীক, জ্যোতিষীর উপস্থিতিতে পার্টি অফিসে বাস্তু পরখ !

Last Updated:

রাজনৈতিক ব্যক্তিদের জীবনে জ্যোতিষদের প্রভাব প্রতিপত্তির নিদর্শন কম নয়! ব্যতিক্রম নয় এই বঙ্গও। ভুরি ভুরি উদাহরণ! হালফিলে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়ে আসার পর বিজেপির রাজ্য দফতরে দেখা মিলছে কলকাতার এক প্রথিতযশা জ্যোতিষীর।

ইন্দিরা, ক্লিওপেট্রার পথে বাংলার শমীক
ইন্দিরা, ক্লিওপেট্রার পথে বাংলার শমীক
পারাদীপ ঘোষ, কলকাতা : চর্চিত আছে, জ্যোতিষদের পরামর্শ মেনেই প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি নির্বাচনে মনোনয়ন পেশ করতেন কাঁটায় কাঁটায় সাড়ে ১২টায়। আবার মিশরের রানী ক্লিওপেট্রা রোমের হাল-হকিকত জানতে জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হতেন। রানী প্রথম এলিজাবেথ তো যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিতেন জ্যোতিষী জন ডি-র। এলিজাবেথের রাজ্য সভার সদস্য জন ডি অবশ্য জ্যোতিষ শাস্ত্রের পাশাপাশি দখল ছিল গুপ্তবিদ্যা ও গণনাশাস্ত্রে।
রাজনৈতিক ব্যক্তিদের জীবনে জ্যোতিষদের প্রভাব প্রতিপত্তির নিদর্শন কম নয়! ব্যতিক্রম নয় এই বঙ্গও। ভুরি ভুরি উদাহরণ! হালফিলে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়ে আসার পর বিজেপির রাজ্য দফতরে দেখা মিলছে কলকাতার এক প্রথিতযশা জ্যোতিষীর। লেকটাউনের বাসিন্দা মিহির গঙ্গোপাধ্যায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পারিবারিক বন্ধু। গ্রহ রাশি বিচারে শমীকবাবুকে মাঝেমধ্যে পরামর্শও দেন। নতুন সভাপতির মুক্তো, পান্না বা গোমেদ ধারনেও মিহিরবাবুর জ্যোতিষ জ্ঞান।
advertisement
advertisement
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হয়ে আসার পর প্রদেশ দফতরে ঢু মারতে দেখা গিয়েছে মিহির গঙ্গোপাধ্যায়কে। শমীক ঘনিষ্ঠরা বলছেন, রাজ্য দফতরে সভাপতির ঘরের বাস্তু পরীক্ষা করতেই মিহির বাবুর বিজেপি রাজ্য দপ্তরে আগমন। রাজ্য দফতরে সভাপতির চেয়ারের দিক পরিবর্তনও না কি ঘটেছে মিহিরবাবুর পরামর্শেই! শমীক ভট্টাচার্যের চার দশকের ছায়া সঙ্গী মানিকতলার উত্তম দাস বলছিলেন, ‘‘মিহির গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের যোগাযোগ। শমীক ভট্টাচার্য যে রাজ্য বিজেপির হটসিটে বসবেন সেটাও না কি বছর খানেক আগেই বলে দিয়েছিলেন মিহির বাবু! আগামীর পূর্বাভাস না কী আরও ঝকঝকে!’’
advertisement
সাধারণ ভাবে মাছে-ভাতে বাঙালি শমীক বাবুর ঈশ্বরে বিশ্বাস বরাবরের! সায়েন্স সিটিতে বিজেপির সভাপতি বরনের মঞ্চে মা কালীর উপস্থিতি সেটাই জানান দেয়! শনি, মঙ্গলবার নিয়ম করে দক্ষিণের লেক কালীবাড়িতে যাতায়াত রয়েছে! রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পরেও মাথা ঠেকাতে গিয়েছিলেন দক্ষিণের কালী মন্দিরে। আবার মিহিরবাবুর কর্মস্থলও দক্ষিণের ওই কালী মন্দির। বিজেপির রাজ্য দফতরে জ্যোতিষীর উপস্থিতিতে বাস্তু নিয়ন্ত্রণে ২৬-এর ভোটে পদ্মে জোয়ার এলেই এখন ষোলো কলা পূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Samik Bhattacharya: ইন্দিরা, ক্লিওপেট্রার পথে বাংলার শমীক, জ্যোতিষীর উপস্থিতিতে পার্টি অফিসে বাস্তু পরখ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement