মেসির ইভেন্টের দিন বিশৃঙ্খলা, সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর! সরকারি সম্পত্তি লুটের তদন্তে পুলিশ

Last Updated:

স্টেডিয়ামের ভাঙচুরের পরবর্তী সময়ে দেখা গিয়েছিল চেয়ার কার্পেট-সহ একাধিক জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল অনেকে। তাদের খোঁজ চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ।

মেসি কাণ্ডে বিতর্ক
মেসি কাণ্ডে বিতর্ক
কলকাতা: এবার বিধাননগর পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়াম। মেসির ইভেন্টের দিন বিশৃঙ্খলার পরবর্তী পরিস্থিতিতে সরকারি সম্পত্তি নিজের ভেবে বাড়িতে নিয়ে চলে গিয়েছে তাদের খোঁজে পুলিশ।ইতিমধ্যেই সেই ফুটেজ পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।স্টেডিয়ামের ভাঙচুরের পরবর্তী সময়ে দেখা গিয়েছিল চেয়ার কার্পেট-সহ একাধিক জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল অনেকে। তাদের খোঁজ চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ।
এতদিন দেখা গিয়েছিল পুলিশের পক্ষ থেকে ভাঙচুর বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য গ্রেফতার করা হচ্ছিল দর্শকদের। এবার সরকারি সম্পত্তি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় খোঁজ চালাচ্ছে পুলিশ। এক্ষেত্রে দুটি সেকশন অ্যাড করা হবে। গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে সরকারি সম্পত্তি লুট এবং চুরির মামলা।সল্টলেক স্টেডিয়ামের নির্দিষ্ট একটি ব্লক থেকে প্রথম বোতল ছড়া শুরু হয় মাঠের দিকে। যেই ডিরেকশনে বোতল ছোড়া হয় তা জানতে ফরেনসিকের সাহায্য নিয়েছে সিট। ভিসিবিলিটি গার্ড হওয়ার কারণে প্রথম বোতল ছোড়া শুরু লোয়ার টিয়ের থেকে। ইতিমধ্যেই সেই ব্লককে চিহ্নিত করেছে সিট।
advertisement
advertisement
সল্টলেক স্টেডিয়ামের সমস্থ সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে সিট। বাজেয়াপ্ত হয়েছে ব্রডকাস্ট হওয়া আউটপুট লিঙ্ক। মাঠের মধ্যে কতজনকে গ্রাউন্ড অ্যাকসেস কার্ড দেওয়া হয় ও কারা দিয়েছিল তা খতিয়ে দেখছে সিট। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তা শুধু লজ্জাজনকই নয়, নজিরবিহীনও বটে। সেই ঘটনায় মঙ্গলবারই বেনজির পদক্ষেপ করেছে সরকার। ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি মুকেশ কুমার, ক্রীড়াসচিব রাজেশ সিনহাকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের CEO দেবকুমার নন্দনকে মিসম্যানেজমেন্টের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেসির ইভেন্টের দিন বিশৃঙ্খলা, সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর! সরকারি সম্পত্তি লুটের তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement