#কলকাতা: অপেক্ষার অবসান ৷ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০১৯ এর প্রথমে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের সম্ভাবনা। শুনানির কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন।
আরও পড়ুন: রাজ্য সরকারগুলি চাইলেই লিটার প্রতি ২.৬৫ টাকা কমতে পারে পেট্রোলের দাম
সূত্রের খবর, রাজ্যের মোট ৪১১ টি কর্মী সংগঠনের শুনানি শেষ। বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে। পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে। ২৭ নভেম্বর মে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে বেতন কমিশনের রিপোর্ট। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক চললেও নতুন বছরের প্রথম ভাগেই বর্ধিত হারে বেতন রাজ্য সরকারি কর্মীরা।
আরও পড়ুন: ভাড়াবৃদ্ধির দাবিতে আগামী ৩১মে রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট
এর কয়েকদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবি এবং ষষ্ঠ বেতন কমিশন দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ৷
রিপোর্ট: তুহিন চন্দ্র দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salary Hike, Sixth Pay Commission, West Bengal Government Employees