Gangasagar Mela 2024: দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট এলাকায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Gangasagar Mela 2024: পৌষ মাসের শেষ যত এগিয়ে আসে, তত গেরুয়া পোষাক এবং পুণ্যার্থীদের ভিড়। অন্য একটা পরিবেশ তৈরি করে, বাবু ঘাট এলাকাতে। গঙ্গাসাগর মেলা নিয়ে সরকারি তৎপরতার সঙ্গে, পুণ্যার্থীদের আবেগ পূর্ণ মাত্রা দেয়।
কলকাতা : পৌষ মাস বাঙালিদের কাছে যেরকম পিঠে পুলি পার্বণের মাস।তেমনই সাগরে স্নান অন্যতম উৎসব একটি বড় উৎসব। সাগর মেলা জমে ওঠে বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা সাধুসন্তদের আগমনে।প্রতি বছর গঙ্গাসাগর মেলার বেশ কয়েক কয়েকদিন আগে থেকে তাঁরা এসে পৌঁছন।এবারও তার অন্যথা হয়নি।গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে ইতিমধ্যেই সাধু-সন্তরা এসে পৌঁছেছেন।
কয়েকদিন আগেও কলকাতায় শীত ছিল। সেই শীতের মধ্যে অন্ততপক্ষে চারদিক মিলিয়ে হাজার জনের মতো সাধু-সন্ত বাবুঘাটে এসে পৌঁছেছেন।তাঁদের উপস্থিতি একেবারে অন্য আবহ তৈরি করেছে। বছরের পৌষ মাস ছাড়া ওই এলাকার বেশ ফাঁকা থাকে। সন্ধ্যা থেকে সাধুদের আখড়াগুলোয় কলকাতার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ভিড় জমাতে দেখা গেল।
advertisement
প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের তরফে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাবু,প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী শৌচালয় থেকে আরম্ভ করে,পুণ্যার্থীদের থাকার জায়গা।সমস্ত কিছু তৈরির কাজ চলছে। বাইরে থেকে আসা সাধু-সন্তদের বিশ্বাস, আর কয়েকদিন পরেই সরকারি ভাবে তাঁরা বিভিন্ন সুবিধা ওখান থেকে পাবেন।
advertisement
আরও পড়ুন: ‘হীরক রাজার দেশে’ পর্যটন উৎসব! ছোট্ট ছুটিতে কম খরচে চলুন ‘উদয়ন পণ্ডিতের গুহায়’
চিকিৎসা থেকে আরম্ভ করে মেলার প্রতিটি পরিষেবা তাঁদের কাছে বেশ আরামপ্রদ বলে তাঁরা জানান। তবে ধীরে ধীরে দূরদূরান্ত থেকে সাধুদের ভিড় জমা শুরু হচ্ছে প্রতিদিন। ট্রেনে করে কলকাতা, হাওড়া কিংবা শিয়ালদহ এসে পৌঁছচ্ছেন সাধুসন্তেরা।কয়েকদিন পরেই বাবুঘাট পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 7:59 AM IST