Sagardighi By-Election: সাগরদিঘি উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাহিনী হাজির হবে ১২ ফেব্রুয়ারি

Last Updated:

Sagardighi By-Election:সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: সাগরদিঘির উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। নির্বাচনের দু’সপ্তাহ আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে সাগরদিঘী কেন্দ্রে। ১২ তারিখ থেকে সাগরদিঘী উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মোট ২৪৬টি বুথ রয়েছে সাগরদিঘী উপনির্বাচনের জন্য।
আগামী ২৭শে ফেব্রুয়ারি সাগরদিঘী কেন্দ্রের উপনির্বাচন। সম্প্রতি বিরোধী দলগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের অনেক আগেই যাতে পাঠানো হয় সেই মর্মে দাবি করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে।
advertisement
আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কেন্দ্রে জোর কদমে প্রচারও চালাচ্ছে ঘাসফুল শিবির৷ মুখ্যমন্ত্রী নিজে থাকার পাশাপাশি থাকছেন অভিষেক থেকে ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্ররাও৷ অন্য দিকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷ সেখানেও শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতারা প্রচার করবেন৷
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের সুব্রত সাহা৷ তিনি সেখান থেকে জিতে মন্ত্রীও হয়েছিলেন৷ কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ সেই আসনে এ বার নতুন করে হতে চলেছে ভোটের লড়াই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sagardighi By-Election: সাগরদিঘি উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাহিনী হাজির হবে ১২ ফেব্রুয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement