হোম /খবর /কলকাতা /
সাগরদিঘি উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাজির হবে ১২ ফেব্রুয়ারি

Sagardighi By-Election: সাগরদিঘি উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাহিনী হাজির হবে ১২ ফেব্রুয়ারি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Sagardighi By-Election:সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷

  • Share this:

কলকাতা: সাগরদিঘির উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। নির্বাচনের দু’সপ্তাহ আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে সাগরদিঘী কেন্দ্রে। ১২ তারিখ থেকে সাগরদিঘী উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মোট ২৪৬টি বুথ রয়েছে সাগরদিঘী উপনির্বাচনের জন্য।

আগামী ২৭শে ফেব্রুয়ারি সাগরদিঘী কেন্দ্রের উপনির্বাচন। সম্প্রতি বিরোধী দলগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের অনেক আগেই যাতে পাঠানো হয় সেই মর্মে দাবি করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কেন্দ্রে জোর কদমে প্রচারও চালাচ্ছে ঘাসফুল শিবির৷ মুখ্যমন্ত্রী নিজে থাকার পাশাপাশি থাকছেন অভিষেক থেকে ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্ররাও৷ অন্য দিকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷ সেখানেও শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতারা প্রচার করবেন৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের সুব্রত সাহা৷ তিনি সেখান থেকে জিতে মন্ত্রীও হয়েছিলেন৷ কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ সেই আসনে এ বার নতুন করে হতে চলেছে ভোটের লড়াই৷

Published by:Uddalak B
First published:

Tags: Bypoll election