#কলকাতা: গত বছর থেকে শুরু হওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ এর ফলে ১৭ শতাংশ দূর্ঘটনা কমেছে,বলছে পুলিশ সূত্র।এর মাঝেও মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে।কয়েকদিন আগেই হুগলীর গুরাপে দূর্ঘটনায় প্রাণ কেরে নিয়েছে শিল্পী কালিকা প্রসাদের।
কি কি করলে দূর্ঘটনা এড়ানো যায়।কি ভাবেই বা পথে গাড়ি চালাতে হয় তা আরো একবার জানাতে 28 তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করল হুগলী জেলা পুলিশ।এদিন সকাল দশটায় হুগলী জেলা পুলিশ লাইন থেকে শুরু হয় পদযাত্রা।
জেলা পুলিশ সুপার সুকেশ জৈন আইজি ট্রাফিক মনোজ ভর্মা ছারাও জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার ঈশানী পাল ও অতুল ভি, ডিএসপি এসডিপিও বিভিন্ন থানার আইসি ওসিরা ছারাও সাধারন পুলিশ কর্মিরা পদযাত্রায় পা মেলান।হুগলী চুঁচুড়া শহরের কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা পথ নিরাপত্তার পদযাত্রায় পা মেলায়।ঘরির মোর পিপুলপাতি হয়ে এইচ আই টি কলেজেশেষ হয়।পথ চলতি মানুষ বাইক আরোহিদের হাতে পথ নিরাপত্তার হ্যান্ড বিল তুলে দেন পুলিশ কর্মিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ETV News Bangla, Police, Safe Drive