সচিনের হাত থেকে পাওয়া উপহারই মোটিভেশন পঙ্কজের

Last Updated:

ক্লাব ক্রিকেটে রেকর্ড চারশো করার পরের দিন সচিন-সৌরভে মজে পঙ্কজ সাউ।

#কলকাতা:  ক্লাব ক্রিকেটে রেকর্ড চারশো করার পরের দিন সচিন-সৌরভে মজে পঙ্কজ সাউ। প্রিয় ক্রিকেটার সচিনের হাত থেকে পাওয়া উপহার পঙ্কজের মোটিভেশন। মরশুমের মাঝে সৌরভের টিপসে বদলে ফেলেছেন নিজের ব্যাটিং স্টাইল। রেল ছেড়ে আসায় পঙ্কজকে নতুন চাকরির আশ্বাস দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
রবিবার ম্যাচ শেষ হওয়ায় সোমবার ক্লাবের অনুশীলন বন্ধ। তবে নিজের অনুশীলনে খামতি নেই ময়দানের নতুন তারকা পঙ্কজ সাউয়ের। বাড়ির সামনের মাঠে ছোটদের সঙ্গে ক্রিকেটে মজলেন রাজারহাট কালীপার্কের বাসিন্দা। কলকাতা ক্লাব ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ করে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন পঙ্কজ। একের পর এক শুভেচ্ছার ফোন পাচ্ছেন। তার ফাঁকেই মা-বাবার সঙ্গে একান্ত মুহুর্ত কাটালেন বাংলার এই অলরাউন্ডার। ২০১২-১৩ মরশুমে একবার ইডেনে টিম ইন্ডিয়ার দ্বাদশ ব্যাক্তি হিসেবে কাটিয়েছিলেন একটি টেস্ট। প্রিয় ক্রিকেটার সচিনের হাত থেকে মিলেছিল উপহার। ব্যাট দিয়েছিলেন ধোনি। সচিনের দেওয়া গ্লাভস আর ধোনির ব্যাটই পঙ্কজের মোটিভেশন।
advertisement
সৌরভের ডাকে রেলের চাকরি ছেড়ে বড়িশায় যোগ দিয়েছেন। নতুন চাকরির আশ্বাস পেয়েছেন প্রিয় দাদির কাছ থেকে। চলতি মরশুমে বাংলার জার্সিতে মরশুমে সাফল্য পাননি। তবে মুম্বই ম্যাচের আগে সৌরভের কাছ থেকে মিলেছিল ভুলত্রুটি শুধরানোর সুযোগ। সেই সুযোগেই নিজেকে পাল্টে ফেলেছেন পঙ্কজ সাউ।
advertisement
পঙ্কজকে ছোট থেকে হাতে করে তৈরি করেছেন উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। ছাত্রের সাফল্যে তাই উচ্ছ্বসিত তিনি। পঙ্কজের জীবনযুদ্ধের লড়াইয়ের কাহিনী শোনা গেল উদয় বাবুর গলায়।
advertisement
ঈরণ রায় বর্মনের রিপোর্ট
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সচিনের হাত থেকে পাওয়া উপহারই মোটিভেশন পঙ্কজের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement