#কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের সাইকেল বিলি প্রক্রিয়ায় তৎপরতা শুরু করল রাজ্য। অগাস্ট মাসের মধ্যেই প্রথম দফায় সাইকেল দেওয়ার কাজ শেষ করতে হবে। যারা ইতিমধ্যেই নবম শ্রেণী পাস করে গিয়েছে, কিন্তু করোনা অতিমারীর জেরে চলা লকডাউনের জন্য সাইকেল দেওয়া সম্ভব হয়নি, তাদের ক্ষেত্রে সাইকেল দেওয়ার প্রক্রিয়া আগামী অগাস্ট মাসের মধ্যেই শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, যারা এ বছর নবম শ্রেণীতে উঠেছে তাদের ক্ষেত্রে সাইকেল দেওয়ার প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সূত্রের খবর, জেলাশাসকদের সঙ্গে আজ ভিডিও কনফারেন্স করেন এসসি কমিশনের চেয়ারম্যান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে জেলাশাসকের নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম দফায় সাইকেল দেওয়ার কাজ শেষ করতে হবে আগামী অগাস্টের মধ্যে। উল্লেখ্য, গত মাসেই মুখ্যমন্ত্রী সাইকেল দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। সেই নির্দেশের পর এই এ বার তৎপরতা শুরু হল রাজ্য জুড়ে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Sabuj Sathi