Saayoni ghosh: 'ডাকাবুকো' সায়নীতেই আস্থা! যাদবপুর থেকে লোকসভায় প্রার্থী 'যুবনেত্রী' সায়নী ঘোষ! তালিকায় নেই মিমি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Saayoni ghosh: বিধানসভায় যুঝতে না পারলেও এবার লোকসভায় এই যুবনেত্রীতেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। গতবার লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর উপর আস্থা রেখেছিলেন মমতা। সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের সৈনিক এবার যুব নেত্রী সায়নী।
কলকাতা: লোকসভা নির্বাচনে সায়নী প্রার্থী হতে পারেন সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে। অবশেষে আজ ব্রিগেডের মঞ্চে এই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় যুঝতে না পারলেও এবার লোকসভায় এই যুবনেত্রীতেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। গতবার লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর উপর আস্থা রেখেছিলেন মমতা। সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের সৈনিক এবার দলের ‘ডাকাবুকো’ যুব নেত্রী সায়নী ঘোষ।
একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে তিনি হেরে যান। এর পর অনেকে মনে করেছিলেন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু সেখানে দল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। সায়নী ঘোষকে দেওয়া হল মিমির জেতা আসনটি।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ‘বিসর্জনে’র ডাক দিয়ে আসন্ন ২০২৪ এর লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল বাংলার আগে তৃণমূলের ‘জনগর্জন সভা’। এদিনের সভায় মূল বক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে একের পর এক কড়া বার্তা দেন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ করেন আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের নয়া শ্লোগান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 3:24 PM IST