Saayoni Ghosh: নাচে-গানে নিজের ওয়ার্ডে আজ বসন্ত উৎসবে মাতলেন সায়নী ঘোষ
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Saayoni Ghosh Holi Celebration: নিজের ওয়ার্ডে আজ, সোমবার বসন্ত উৎসবের সাত সকালে হাজির যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷
রৌণক দত্ত চৌধুরী, কলকাতা: গল্ফ গ্রিনে বসন্ত উৎসবে মাতলেন অভিনেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷
নিজের ওয়ার্ডে আজ, সোমবার বসন্ত উৎসবের সাত সকালে হাজির হন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ নাচে গানে স্থানীয়দের মধ্যে মিশে গিয়ে বসন্ত উৎসব উপভোগ করলেন তিনি।
এদিকে ভোটের প্রচারেও গালে সবুজ আবির লাগিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা সায়নীর। শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যজুড়ে এবারের নির্বাচনে উড়বে সবুজ আবির, এমনটাই দাবি তাঁর। নিজের পরিবার বন্ধু-বান্ধবের সঙ্গে আজকে সারাদিন কাটাবেন।
advertisement
advertisement

যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হুডখোলা লাল গাড়ি করে রবিবার ছুটির দিনে প্রচারে বের হয়েছিলেন তিনি। একদিকে অভিনেত্রী আর অন্যদিকে তিনিই তৃণমূলের প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। স্থানীয় মহিলা তৃণমূলের কর্মীরা সায়নী ঘোষকে বরণ করে নেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2024 9:52 AM IST










