Rujira Banerjee || Coal Scam || ED: ৩ ঘণ্টা ২০ মিনিট! গাড়ির কাচের ওপারে 'জোড়হাত'... সিজিও ছাড়লেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Rujira Banerjee || Coal Scam || ED: দুপুর ১২ টা ৩১ মিনিট থেকে ইডি দফতরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

ইডির জেরায় রুজিরা বন্দ্যোপাধ্যায়! বড় পর্দাফাঁস?
ইডির জেরায় রুজিরা বন্দ্যোপাধ্যায়! বড় পর্দাফাঁস?
কলকাতা : দুপুর ১২ টা ৩১ মিনিট থেকে ইডি দফতরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এরপর প্রায় তিন ঘণ্টা ২০ মিনিটের জিজ্ঞাসাবাদের পর আজকের মতো সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক পত্নীকে।
কয়লা পাচার মামলায় এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকে। তবে সূত্রের খবর, এবার আরও কিছু তথ্য প্রমাণ নিয়েই জেরায় নেমেছে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এই মামলায় যাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের বয়ানের তথ্য তুলে ধরে রুজিরাকে প্রশ্ন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
সিজিও কমপ্লেক্সের সাড়ে ১২টা নাগাদ প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। ১টার পরে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এদিন ১১ টায় তাঁকে তলব করে ইডি। কিন্তু দেখা গেল, ঘণ্টাখানেক পরে বাড়ি থেকে বের হন তিনি। একটি সাদা গাড়ি করে এদিন তিনি রওনা দেন। পরনে ছিল হালকা ছাপা সালোয়ার।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে এসেছেন ইডি কর্তারা। ইডি অফিসার পঙ্কজ কুমারের নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। সঙ্গে ছিলেন কলকাতার দুই মহিলা অফিসার। এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লির ইডি অফিসাররা বেরিয়ে যান বিমানবন্দরের উদ্দেশ্যে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rujira Banerjee || Coal Scam || ED: ৩ ঘণ্টা ২০ মিনিট! গাড়ির কাচের ওপারে 'জোড়হাত'... সিজিও ছাড়লেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement