রুবেলা টিকাকরণেও ছবি বদলাল না গার্ডেনরিচে, এবার রাজ্যে সব থেকে পিছিয়ে 'এই' এলাকা
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
কলকাতা পুরসভা সূত্রে খবর, ১৫ নম্বর বরো এলাকার মধ্যে পড়ে খিদিরপুর, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ অঞ্চল। এই এলাকাতেই সব থেকে কম টিকাকরণের হার।
কলকাতা: রুবেলা টিকাকরণেও ছবিটা বদলালো না গার্ডেনরিচে। পালস পোলিও থেকে করোনা টিকাকরণ কলকাতার মধ্যে সবথেকে পিছিয়ে ছিল এই এলাকা। এবার রাজ্যে সব থেকে পিছিয়ে কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো এলাকা। যার বেশিরভাগটা জুড়েই মেটিয়াব্রুজ, গার্ডেনরিচ।
সচেতনতার অভাবে কলকাতার একাংশ টিকাকরণে রাজ্যের শেষ স্থানে চলে গেল। রাজ্যের সমস্ত পুরসভার মধ্যে সব চেয়ে কম টিকাকরণ হয়েছে কলকাতায়। আর কলকাতা মধ্যে সবথেকে পিছিয়ে পুরসভার ১৫ নম্বর বরো এলাকা। এই তথ্য উঠে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে।
হাম-রুবেলার টিকাকরণেও প্রথম থেকেই আশঙ্কায় ছিল কর্তৃপক্ষ। বেসরকারি স্কুলের একাংশ এবং অভিভাবকদের অনীহা প্রথম থেকেই মাথা ব্যাথার কারণ ছিল কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের কাছে। রাজ্যের অন্য জেলাগুলিতে এমন প্রভাব পড়লেও কলকাতার বেশ কিছু অংশে টিকাতে অনীহা যেন প্রকট হয়ে দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এই টিকাকরণের সময়কাল বৃদ্ধি করা হয়েছিল। তবুও হাল ফেরানো গেল না। রাজ্যস্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে, এই পর্যায়ের টিকাকরণ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুন- সামনেই পঞ্চায়েত ভোট, শনিবার 'বড়দিন'! হতে পারে বিরাট সিদ্ধান্ত
কলকাতা পুরসভা সূত্রে খবর, ১৫ নম্বর বরো এলাকার মধ্যে পড়ে খিদিরপুর, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ অঞ্চল। এই এলাকাতেই সব থেকে কম টিকাকরণের হার। এখনো পর্যন্ত হাম ও রুবেলার টিকাকরণ হয়েছে মাত্র ৩৯ শতাংশ। কলকাতা পুরসভা এলাকায় ৬২ হাজার ২০৭ জন শিশুর মধ্যে মাত্র ২৩ হাজার ২৫১ জন শিশু টিকা করণ করা সম্ভব হয়েছে গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ এলাকায় প্রথম থেকেই হাম ও রুবেলার টিকাকরণের গতি একদম তলানিতে ছিল। এই এলাকার বেশ কিছুটা অংশ আবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্বাচনী ক্ষেত্রও বটে। নিজের বিধানসভা ক্ষেত্র পোর্ট বা বন্দরের এলাকায় হাম রুবেলার টিকাকরণ নিয়ে যথেষ্ট চিন্তিত ফিরহাদ।
advertisement
খোদ মেয়র নিজে সচেতনতা বৃদ্ধির জন্য কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। মাইক প্রচার, পথনাটক, লিফলেট এমনকি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়েছিলেন টিকাকরণের ইতিবাচক দিকগুলি। এত কিছুর পরেও বিন্দুমাত্র সচেতনতা দেখা যায়নি এই সমস্ত এলাকার বাচ্চার পরিবারের লোকজনদের মধ্যে। অন্তত রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য তেমনটাই বলছে। প্রথমে ঠিক করা হয়েছিল চলতি মাসের ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ চলবে। তবে সেই সময়কালে অধিকাংশ টিকাকরণের আওতায় না আসায় সময়সীমা বাড়ানো হয়েছে। করা হয়েছে আগামী মার্চের ৩১ তারিখ পর্যন্ত।
advertisement
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ফের ওই সমস্ত এলাকায় প্রচার বাড়ানো হবে। বাড়ি বাড়ি গিয়ে আবারও বাচ্চাদের বাবা-মা বা পরিবারের লোকজনদের বোঝানো হবে যাতে তাঁরা তাদের সন্তানদের এই টিকা দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 9:32 PM IST

