RPF: হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আরপিএফ, গ্রেফতার ১

Last Updated:

হাওড়া ডিভিশনের আরপিএফ কর্মকর্তারা হাওড়া স্টেশন থেকে ৩৭,৬৪,০০০ টাকা নগদ উদ্ধার করেন এবং একজনকে গ্রেফতার করা হয়

হাওড়া স্টেশন থেকে বিপুল টাকা উদ্ধার
হাওড়া স্টেশন থেকে বিপুল টাকা উদ্ধার
হাওড়া: ফের বিপুল টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে। উদ্ধার ৩৭ লক্ষ্য ৬৪ হাজার টাকা। গ্রেফতার হাওড়ার বালির বাসিন্দা টুনু কুমার যাদব নামে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির দাবি, উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা রাম স্বরূপকে টাকা হ্যান্ডওভার করতে এসেছিল সে। সেই সময় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে আরপিএফ তাকে আটক করে। কোথা থেকে এত পরিমাণ ১০, ২০ ও নতুন ৫ টাকার নোট তার কাছে এল, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।
অপারেশন ‘সতর্ক’-এর অধীনে হাওড়া আরপিএফ হাওড়া স্টেশন থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার করে। রেলওয়ে চত্বরে সন্দেহজনক এবং হিসাব বহির্ভূত নগদ অর্থের পাচার ও লেনদেন রোধ করতে নিয়মিত নজরদারি চালাচ্ছে পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। এই উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা জোরদার করা, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করা এবং রেলওয়ে সুবিধাগুলির নিরাপদ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা।
advertisement
হাওড়া ডিভিশনের আরপিএফ কর্মকর্তারা হাওড়া স্টেশন থেকে ৩৭,৬৪,০০০ টাকা নগদ উদ্ধার করেন এবং একজনকে গ্রেফতার করা হয়। কীভাবে তার কাছে এত টাকা এল? সেই বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে ব্যর্থ হন ধৃত। উদ্ধার করা টাকা-সহ ধৃতকে আরপিএফ পোস্ট/হাওড়া সেন্ট্রালে রাখা হয়েছে।
advertisement
‘অপারেশন সতর্ক’ ভারতীয় রেলের একটি বিশেষ উদ্যোগ, যেখানে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) অবৈধ পাচার, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। এই অপারেশনের আওতায় অবৈধ মদ, নিষিদ্ধ সিগারেট, সোনা, নগদ টাকা, এবং মানব পাচারের মতো অপরাধ দমনে কাজ করা হয়। এর উদ্দেশ্য হল রেলকে নিরাপদ রাখা এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। অপারেশন সতর্ক-এর মূল উদ্দেশ্য অবৈধ পাচার রোধ, রেলপথে অবৈধভাবে জিনিসপত্র পাচার বন্ধ করা। এর মধ্যে রয়েছে অবৈধ মদ, তামাকজাত পণ্য, সোনা, এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। পাশাপাশি রয়েছে, মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে লড়াই করা এবং পাচারের শিকার হওয়া ব্যক্তিদের উদ্ধার করা। অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করা। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালায় আরপিএফ।
advertisement
Debasish Chakraborty, Abir Ghoshal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RPF: হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আরপিএফ, গ্রেফতার ১
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement