উথাপ্পার চোট চিন্তায় রাখল নাইট শিবিরকে

Last Updated:

একে হার, তার ওপর আবার রান মেশিন বিকল। তীরে এসে তরী ডুববে না তো?

#কলকাতা : পরপর দু’টো ম্যাচ হেরে এখন বেশ কিছুটা বেকায়দায় গম্ভীর অ্যান্ড কোম্পানি ৷ এর উপর দলের সবচেয়ে ‘ইনফর্ম’ ব্যাটসম্যান রবিন উথাপ্পার চোট ৷ স্বভাবতই দল যথেষ্ট চিন্তায় ৷ বুধবার পুণে ম্যাচ হারের পর এখনও লিগ টেবলে দু’নম্বর স্থানটা হয়তো যায়নি ৷ কিন্তু এভাবে চলতে থাকলে প্লে অফও যে অনিশ্চিত হয়ে পড়বে, তা বিলক্ষণ জানে বেগুনি শিবির ৷  উথাপ্পার চোট কতটা গুরুতর ? তা নিয়ে এখন যথেষ্ট সন্দিহান নাইট শিবির ৷ হ্যামস্ট্রিং-এর চোটের জন্য অন্তত সপ্তাহখানেক বিশ্রাম তাঁকে নিতেই হবে বলে খবর ৷
লিগ পর্বের শেষ তিন ম্যাচে রবিন উথাপ্পা খেলতে পারবেন কি না, বুধবার রাত পর্যন্ত সেটা জানে না নাইট শিবির। তার ওপর চাপ তো আছেই। শেষ তিনটে ম্যাচের অন্তত একটাতে জিততেই হবে। আচমকাই তাই দুশ্চিন্তা যেন গ্রাস করেছে গম্ভীর বাহিনীকে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে নাইটরা শেষপর্যন্ত প্লে অফের দৌড়ে ছিটকে যাবে না তো ? ম্যাচ শেষে বুধবার অধিনায়ক গম্ভীর স্পষ্ট জানালেন, , ‘‘যতক্ষণ না প্লে-অফে পৌঁছচ্ছি, ততক্ষণ কিছু বলা উচিত নয়। এখনও তিনটে ম্যাচ বাকি আমাদের। আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উথাপ্পার চোট চিন্তায় রাখল নাইট শিবিরকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement