২১ জুলাইয়ের সমাবেশে যানজট মোকাবিলায় তৎপর পুলিশ, বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ
Last Updated:
#কলকাতা: একুশের সমাবেশে যানজট মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ। হাওড়া স্টেশন থেকে স্ট্র্যান্ড রোড ধরে ডালহৌসি হয়ে মিছিল ঢুকবে ধর্মতলায়। শিয়ালদহ স্টেশন থেকে মৌলালি, এসএন ব্যানার্জি রোড ধরে ঢুকবে আরেকটি মিছিল।
শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল যাবে ধর্মতলার দিকে। হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, এক্সাইড, পার্ক স্ট্রিট হয়ে আসবে আরেকটি মিছিল। খিদিরপুর থেকে ফোর্ট উইলিয়াম, মেয়ো রোড হয়ে ধর্মতলায় ঢুকবে মিছিল। সমাবেশ ও মিছিলের কারণে যানজট প্রত্যাশিত। তাই সাধারণ মানুষের দুর্ভোগ শহরের বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
advertisement
আমহার্স্ট স্ট্রিট। বিধান সরণি। কলেজ স্ট্রিট। বি বি গাঙ্গুলি। রবিন্দ্র সরণি। ব্রেবোর্ন রোড। স্ট্র্যান্ড রোড পরিস্থিতি বুঝে এই রাস্তাগুলি থেকে ট্রাফিক ডাইভার্সনও হতে পারে। এছাড়াও রবিবার ভোররাত তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতা শহরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2019 8:41 AM IST