ক্রিসমাস পালন করে ফেসবুকে সমালোচনার মুখে মীর !
Last Updated:
এবার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়লেন জনপ্রিয় রেডিও জকি ও অভিনেতা মীর ৷
#কলকাতা: এবার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়লেন জনপ্রিয় রেডিও জকি ও অভিনেতা মীর ৷
ক্রিস্টমাসে যখন গোটা দুনিয়া মত্ত, তখন সেই উত্তেজনা থেকে মীরও বা বাদ পড়বেন কীভাবে? যার কাজই হল লোককে হাসানো, ভালো কথার মধ্যে বিনোদন দেওয়া, সেই মীরও বড়দিনে স্ত্রী ও কন্যাকে নিয়ে ক্রিস্টমাসের আনন্দে গা ভাসালেন ৷ আর আনন্দের এই মুহূর্তই ক্যামেরায় ধরলেন মীর৷ ফেসবুকে করলেন শেয়ারও ৷ তবে এই ছবি পোস্ট করেই যে সমালোচনার মুখে পড়তে হবে মীরকে তা আন্দাজই করতে পারেননি তিনি ৷
advertisement
ক্রিস্টমাসের দিন ফেসবুকে স্ত্রী ও কন্যার সঙ্গে বি পোস্ট করে মীর লিখলেন, ‘আমার জীবনে এই দু’জনই সান্টা ৷ তাই প্রতিদিনই বড়দিন ৷’ এই ছবি পোস্ট করার পরেই, মীরের ফ্যানেরা ফেসবুকেই ভিড় জমালেন শুভেচ্ছা নিয়ে ৷ তবে শুভেচ্ছা র সঙ্গে সঙ্গে মীরের পোস্ট করা ছবি নিয়ে শুরু হল বিতর্ক ৷
advertisement
advertisement
কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ সোজা আক্রমণ করে বসলেন মীরকে ৷ তাদের কথায়, মীর ইসলাম ধর্মাবলম্বী হয়ে কীভাবে পালন করতে পারেন বড়দিন ! তবে মীর জবাব দিলেন সমালোচনার ৷ একেবারেই নিজের ছন্দে ৷ ধর্মের কোনও সীমা নেই, তাই জন্য স্পষ্ট হয়ে উঠল মীরের উত্তরে ৷
দু’দিন আগেই ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁর স্ত্রীয়ের ছবি নিয়েও বিতর্ক উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ শামির স্ত্রীয়ের পোশাক নিয়ে কড়া সমালোচনা করেছিলেন অনেকেই !
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2016 6:38 PM IST