'ভুয়ো বিল' পাহাড় থেকে 'ব্ল্যাক লিস্ট' আতঙ্ক, সিবিআই 'জুজুর' ভয়ে কাঁপছে খাদ্য দফতর!

Last Updated:

Anubrata Mandal || Rice Mill Corruption Case: এক বীরভূমের কেলেঙ্কারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে,দুর্নীতির পরিমাণ কী হতে পারে! সেই নিয়ে রীতিমত আশঙ্কায় এখন প্রহর গুনছে খাদ্য দফতর।

খাদ্য ভবন
খাদ্য ভবন
#কলকাতা: সিবিআই-এর নাম শুনলেই গায়ে কাঁটা খাদ্য দফতরের। কেউ যেন হঠাৎ করেই রটিয়ে দিচ্ছে, সিবিআই গিয়েছে খাদ্য দফতরে। ব্যাস মাথার চুল খাড়া সবার। ঠিক এমনই ঘটনা ঘটেছিল গতকাল বিকেল তিনটে নাগাদ। হঠাৎ করেই রটে যায়,সিবিআই এর কথা। গোটা খাদ্য ভবনে হুলুস্থুল অবস্থা। অফিসার থেকে কর্তাদের হৃদ্কম্প অবস্থা। ঘণ্টা দুয়েক পরে যদিও জানা যায়, সিবিআই আসেনি। তারপর স্বস্তি পায় সবাই।
সিবিআই ১৫ই অগাস্ট বকলমে চালানো অনুব্রত মণ্ডলের দুটি রাইস মিলের সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে জেলা খাদ্য আধিকারিকের কাছে। এখনও অবধি সেই চিঠির কোনও উত্তর যায়নি খাদ্য দফতর থেকে। সূত্রের খবর, উত্তর দিতে গেলেই ফেঁসে যেতে পারেন খাদ্য দফতরের আধিকারিকেরা। কারণ প্রচুর অনিয়ম হয়েছে ওই রাইস মিলগুলিতে।
advertisement
advertisement
সূত্র বলছে,বীরভূম জেলায় ৫৪টি রাইস মিলের মধ্যে সব কটি খাদ্য দফতরের সঙ্গে ট্যাগ রয়েছে।বেশির ভাগ রাইস মিলে অনেক দিন ধরেই চুল্লি জ্বলতনা। নিয়ম অনুযায়ী,২৪ ঘণ্টা রাইস মিলের বয়লার জ্বলবে। ওই রাইস মিলে ধান চাল মজুত থাকার কথা। কিন্তু তা ছিল না। সেহেতু নিয়ম অনুযায়ী, মিলগুলি খাদ্য দফতরের কাছে 'ব্ল্যাক লিস্ট' হওয়ার কথা। সেগুলি এখনও একদিকে যেমন 'ব্ল্যাক লিস্ট' হয় নি, অন্যদিকে ওই রাইসমিলগুলি খাদ্য দফতরের কাছে প্রচুর ভুয়ো বিল জমা করেছে। সেই বিলেই খাদ্য দফতর থেকে টাকা পৌঁছে গিয়েছে রাইস মিলের একাউন্টে।
advertisement
বরাবরই অভিযোগ ছিল খাদ্য দফতরে ঘুঘুর বাসা রয়েছে। ২০১১ সালের পর থেকে রাজ্যে খাদ্য বণ্টন ব্যবস্থা ঢেলে সাজায় সরকার। মানুষের দুয়ারে পৌঁছেছে রেশন। কিন্তু কত মানুষ রেশন নেয় না তার হিসাব শুনলে মাথায় হাত পড়বে নাগরিকদের। দাপুটে নেতা অনুব্রত মণ্ডল যে খাম পৌঁছে দিয়েছেন বহু বাবুর কাছে তা নিয়ে খাদ্য দফতরের অলিন্দে ফিসফিস শোনা যায় বেশ।  সিবিআই তদন্ত হলেই, খাদ্য দফতরের অনেক রাঘববোয়ালরা ধরা পড়বে বলে আশঙ্কা একাংশের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভুয়ো বিল' পাহাড় থেকে 'ব্ল্যাক লিস্ট' আতঙ্ক, সিবিআই 'জুজুর' ভয়ে কাঁপছে খাদ্য দফতর!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement