Rajanya-Prantik Short Film Release:'দলনেত্রী ও অভিষেককে সম্মান করি', সিনেমা মুক্তি স্থগিত! কারণ জানিয়ে দিলেন প্রান্তিক-রাজন্যা

Last Updated:

Tilottamar-Golpo by Prantik- Rajanya not releasing: আরজি কর কাণ্ড নিয়ে বানানো এই স্বল্প দৈর্ঘ্যের ছবিকে ঘিরেই সম্প্রতি বিতর্কের মুখে পড়েন রাজন্যা এবং প্রান্তিক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দু’জনকেই।

'দলনেত্রী ও অভিষেককে সম্মান করি', সিনেমা মুক্তি স্থগিত! কারণ জানিয়ে দিলেন প্রান্তিক-রাজন্যা
'দলনেত্রী ও অভিষেককে সম্মান করি', সিনেমা মুক্তি স্থগিত! কারণ জানিয়ে দিলেন প্রান্তিক-রাজন্যা
কলকাতা: আপাতত মুক্তি পাচ্ছে না রাজন্যা-প্রান্তিক পরিচালিত ‘তিলোত্তমার গল্প’। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে মেল করে রাজন্যা হালদার এবং তাঁর বন্ধু প্রান্তিক চক্রবর্তী এই সিদ্ধান্তের কথা জানান।
সোমবার পরিচালক প্রান্তিক বলেন, “ছবি মুক্তি আপাতত স্থগিত। সমস্ত বিষয় পর্যালোচনা করে আপাতত স্থগিত করা হল। কোনও বিতর্কে না গিয়েই এই সিদ্ধান্ত। আমরা ক্রিয়েটিভ সেন্স থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। দলকে সম্মান করি। অভিভাবকের মতো মমতা-অভিষেককে সম্মান করি। তাই এই সিদ্ধান্ত।”
রাজন্যার বক্তব্য, “সিনেমায় এমন কিছু ছিল না। যাতে বিচারব্যবস্থাকে প্রভাবিত করা যায়। আমরা আগেও সেটা বলেছি। তবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবি রিলিজ হবে না। আমাদের অভিভাবক ইঙ্গিত দিলে এই সিনেমা নিয়ে পরবর্তী ধাপে ভাবা যাবে।”
advertisement
advertisement
আরজি কর কাণ্ড নিয়ে বানানো এই স্বল্প দৈর্ঘ্যের ছবিকে ঘিরেই সম্প্রতি বিতর্কের মুখে পড়েন রাজন্যা এবং প্রান্তিক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দু’জনকেই। পরিচালক জুটি প্রথমে জানিয়েছিলেন, আগামী ২ অক্টোবর মহালয়ার দিনে তাঁদের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে। কিন্তু রবিবার তাঁরা ইমেলে লেখেন, “বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচারবিভাগীর প্রক্রিয়ার অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি।”
advertisement
আরও পড়ুন- ‘কেন্দ্র সামান্য সাহায্যটুকু করছে না’, পুজোর মুখেই ভাসছে বাংলা! উত্তরে ছুটলেন মমতা
দল থেকে বরখাস্তের পর কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক চক্রবর্তী। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিনেমা রিলিজে দলের আপত্তি ছিল। কিসের ভিত্তিতে আপত্তি করা হয়েছে, তা সামনাসামনি প্রান্তিক চক্রবর্তীকে জানিয়েছেন কুণাল ঘোষ৷ কারণ তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করার আগে, দলের নেতা কুণাল ঘোষই জানিয়েছিলেন যে এই সিনেমা যে দল সমর্থন করে না৷ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ সেই সংক্রান্ত বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করা হয়।
advertisement
রবিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক চক্রবর্তী। যিনি ওই শর্ট ফিল্মটির পরিচালনাও করেছেন। সুত্রের খবর, কুণাল তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে এই শর্ট ফিল্মের এখন মুক্তির প্রয়োজন নেই। কুণাল ঘোষ বলেছেন, সিনেমাটি যেহেতু আরজি করকে কেন্দ্র করে। তাই বর্তমান সময়ে দলের যদি কেউ আরজি কর নিয়ে সিনেমা করে তাহলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। এবং যেভাবে গলায় মেকআপ করার ভিডিও ক্লিপিং সামনে এসেছে রাজন্যার, সেগুলি অত্যন্ত অস্বস্তিকর। তৃণমূল কংগ্রেস নতুন করে আরজি কর ইস্যুতে কোনও অস্বস্তিতে যেতে চাইনা, তাই এটাকে বারণ করা।
advertisement
প্রসঙ্গত সিনেমার পোস্টারে তারা বদল নিয়ে এসেছেন৷ সেখানেও বিচারের দাবির কথা উল্লেখ করা হয়েছে৷ মহালয়ার দিনে এই সিনেমা বা ছবি সোশ্যাল মিডিয়ায় রিলিজ করার কথা ছিল। তাহলে কি কুণালের সাথে প্রান্তিকের বৈঠকের পরে এই সিনেমা রিলিজ পিছিয়ে যাবে? প্রান্তিক অবশ্য এই ব্যাপারে কিছু বলেননি। কুণাল ঘোষ জানিয়েছেন, ‘প্রান্তিক ঘোষ ছাত্র রাজনীতি করে, আমার পরিচিত। দেখা কথা হল। এর বাইরে একটা কথাও বলব না। শর্ট ফিল্ম মুক্তির বিষয়টা ওদের দেখবে।’ তবে এর পরেই প্রকাশ্যে এল রাজন্যা-প্রান্তিকের ইমেল। পরিচালক জুটি নিজেরাই ছবির মুক্তি স্থগিত রাখার কথা জানিয়েছেন সেখানে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajanya-Prantik Short Film Release:'দলনেত্রী ও অভিষেককে সম্মান করি', সিনেমা মুক্তি স্থগিত! কারণ জানিয়ে দিলেন প্রান্তিক-রাজন্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement