RG Kar Case: ‘দুধ কা দুধ পানি কা পানি...’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
নাড্ডা এদিন আরও বলেন, ‘‘এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকার মানুষের চোখে ধুলো দিয়ে আরজি কর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছিল। আমি এই বিষয়টারও তীব্র নিন্দা করছি। আমি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত সিবিআই তদন্তে ‘দুধ কা দুধ পানি কা পানি’ হয়ে যাবে। আসল ঘটনা সামনে আসবে।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে কড়া বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বাংলা এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যেখানে আইনের শাসন বলে কিছু নেই। বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে।’’ নাড্ডা এদিন আরও বলেন, ‘‘এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকার মানুষের চোখে ধুলো দিয়ে আরজি কর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছিল। আমি এই বিষয়টারও তীব্র নিন্দা করছি। আমি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত সিবিআই তদন্তে ‘দুধ কা দুধ পানি কা পানি’ হয়ে যাবে। আসল ঘটনা সামনে আসবে।’’
তিনি আরও বলেন, চিকিৎসকদের উপর আক্রমণ কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আরজি কর-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু কাণ্ডে আমরাও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। আমার সঙ্গে বেশ কয়েকটি চিকিৎসকদের সংগঠনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আমি তাঁদেরকে আশ্বস্ত করেছি সরকার তথা আমার স্বাস্থ্যমন্ত্রক চিকিৎসকদের উপর অত্যাচার ও আক্রমণের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বলা বাহুল্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আরজি কর ঘটনার বিষয়টি বিস্তারিত তুলে ধরে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দফতর যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, জে পি নাড্ডাকে সেই আবেদনও জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2024 1:26 PM IST










