Nursing Student: ফের আরজি কর! এবার রক্তাক্ত নার্সিং পড়ুয়া! নিজেকে শেষ করার চেষ্টা বলে দাবি, ভর্তি হাসপাতালে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
RG Kar Hospital case: ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। এবার আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া।
কলকাতা: ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। এবার আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া।
রবিবার আরজি কর হাসপাতালে এক নার্সিং পড়ুয়াকে আহত অবস্থায় পাওয়া যায়। সেই সময়ে সেই পড়ুয়া রক্তাক্ত অবস্থায় ছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
কী ভাবে এমন ঘটনা ঘটল? সূত্রের খবর, অন্যান্য রুমমেটদের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। কথা কাটাকাটি হয় অন্যান্য রুমমেটদের সঙ্গে, তার পরেই বীতশ্রদ্ধ হয়ে হাত কেটে নিজেকে শেষ করার চেষ্টা করেন। ওই পড়ুয়া আরজি করে নার্সিং নিয়ে দ্বিতীয় বর্ষে পাঠরত। গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, এই আরজি কর হাসপাতালেই ৯ অগাস্ট ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক তরুণীকে। সেই নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। দেশ বিদেশের মানুষও প্রতিবাদে শামিল হন। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার আবার ঘটনাস্থল আরজি কর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2024 5:27 PM IST