R G Kar Case: মেয়েদের উপরে অকথ্য অত্যাচারে আসুক আরও কড়া আইন! এবার অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদের

Last Updated:

পাশাপাশি সাংসদের দাবি, ‘কোনও সরকারি কর্মচারী দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ কর‍তে হবে। সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, সিনেমা হল, সহ জনবহুল জায়গায় সশস্ত্র নারী সুরক্ষা বাহিনী গড়তে হবে’।

কলকাতা: আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীর উপরে পাশবিক নির্যাতন, ধর্ষণ এবং খুনের ঘটনার জের৷ মেয়েদের উপরে অত্যাচার বন্ধ করতে এবার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে কড়া আইন প্রণয়নের কথা জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়৷
এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ চিঠিতে সাংসদ দাবি জানিয়েছে, ‘যৌন হেনস্থার অভিযোগ আসলেই তড়িঘড়ি মামলা দায়ের করে তদন্ত শুরু করতে হবে। কোনও গড়িমসি চলবে না।’
আরও পড়ুন: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা
পাশাপাশি সাংসদের দাবি, ‘কোনও সরকারি কর্মচারী দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ কর‍তে হবে। সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, সিনেমা হল, সহ জনবহুল জায়গায় সশস্ত্র নারী সুরক্ষা বাহিনী গড়তে হবে’।
advertisement
advertisement
চিঠিতে সুখেন্দুশেখর জানিয়েছেন, ‘দেশের সব জেলায় অন্তত তিনটে ফাস্ট ট্র‍্যাক কোর্ট করতে হবে। সেখানে যেন ছয় মাসের মধ্যে এই ধরণের অত্যাচারের সাজা ঘোষণা হয়। যদি আদালত সেই সিদ্ধান্ত নিতে সক্ষম না হয়, তাহলে উচ্চ আদালতের সাথে কথা বলে তাকে অব্যাহতি দেওয়া হোক।’
আরও পড়ুন: প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মমতার
সবশেষে, সাংসদ জানিয়েছেন, যৌন হেনস্থার ঘটনায় বেঁচে থাকলে এককালীন ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দিতে হবে সরকারকে। মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ আর্থিক সাহায্য। ও একজন সদস্যকে সরকারি চাকরি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Case: মেয়েদের উপরে অকথ্য অত্যাচারে আসুক আরও কড়া আইন! এবার অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement