R G Kar Murder: আরজি কর কাণ্ডে নয়া মোড়! তদন্তে ‘অনাস্থা’, বিস্ফোরক দাবি নিহত চিকিত্সকের বাবা-মা, আইনজীবীর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
R G Kar Murder: আরজি কর কাণ্ডে নতুন মোড়। হাইকোর্টে মামলা দায়ের করতে চাইলেন নিহত চিকিত্সকের বাবা-মা। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। জানালেন পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
কলকাতা: আরজি কর কাণ্ডে নতুন মোড়। হাইকোর্টে মামলা দায়ের করতে চাইলেন নিহত চিকিত্সকের বাবা-মা। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। জানালেন পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
হাইকোর্টে মামলা দায়ের করার ক্ষেত্রে মৃত চিকিত্সকের বাবা-মায়ের আবেদন মঞ্জুর করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নিহত চিকিত্সকের বাবা-মা জানিয়েছেন, ‘‘সকাল ৯:৩০ টায় আমাদের ফোন করে বলা হয় আমাদের মেয়ে অসুস্থ। ১৫ মিনিট পর ফোন করে বলা হয়, সে আত্মহত্যা করেছে। হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইছি যে তদন্ত চলছে তাতে কোনও আস্থা নেই।’’
advertisement
advertisement
তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ তুললেন পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ এনেছেন তিনি। পরিবারের আইনজীবী এদিন জানান, ‘‘সকাল ১০:৩৫ নাগাদ প্রথম ফোন আসে আপনারা কী ওই পরিবার? আপনাদের মেয়ে অসুস্থ। ১৫ মিনিট পর জানানো হয় আবার, তাদের মেয়ে আত্মহত্যা করেছেন।’’
advertisement
পরিবারের আইনজীবী আরও জানান, ‘‘ দ্রুত পরিবার হাসপাতালে গেলে ৩ ঘন্টা বসিয়ে রাখা হয়। মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি। এরপর দেখানোর পর বলা হয়, অন্য কারোর সঙ্গে যেন এই নিয়ে কথা না বলে পরিবার।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2024 1:17 PM IST