RG Kar Doctor Murder Case: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
RG Kar Doctor Murder Case: বৃহস্পতিবার একটি কনভেনশনে, যেখানে ছাত্ররা উপস্থিত ছিলেন সেখানে তিনি প্রতিবাদীদের সঙ্গে বিচারের দাবি জানান।
কলকাতা: এবার বিচারের দাবিতে সরব আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার একটি কনভেনশনে, যেখানে ছাত্ররা উপস্থিত ছিলেন সেখানে তিনি প্রতিবাদীদের সঙ্গে বিচারের দাবি জানান।
তাঁর বক্তব্য, ‘আমি অতীতে বিশ্বাস করি না। আমি ভবিষ্যতে বিশ্বাসী। আরজি করে কী কালচার চলত আমি জানি। কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর উপরে যে যেতে চাইবে তাঁকে আমায় ফেস করতে হবে। যদি আমি উপাধ্যক্ষ না হতাম তাহলে আমার গলায় একই স্বর থাকত।’
আরও পড়ুন: টানা বৃষ্টি শেষে এবার কি রোদ ঝলমলে দিন? আবহাওয়ার পূর্বাভাস শুনলে মন ভাল হয়ে যাবে!
হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি, ‘কারও চাপে আমি নত হই না। তাই আমাদের একটাই স্বর থাকবে। “We want justice”। আমরা আরজি করে এমন কিছু করব না যাতে সাধারণ মানুষের সহানুভূতি হারিয়ে যায়। আমাদের আবার এটাও দেখতে হচ্ছে যাতে পরিবার আমাদের বিপক্ষে না চলে যায়। তবে আমি শেষ একটাই কথা বলব, বিচার পাওয়ার পরেই আমরা থামব।’
advertisement
advertisement
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন তিনি৷ তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালের সুপার পদে বসানো হয়। গত বুধবার স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই কথা জানানো হয়। গত বৃহস্পতিবার তিনি বাঁকুড়া থেকে কলকাতা এসে পদে যোগ দেন।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2024 8:11 PM IST