RG Kar Case: তদন্তে সিবিআই, আরজি কর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলবেন সুকান্ত মজুমদার?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আসল মাথাকে কি ধরতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই? এই প্রশ্ন আজ অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর এই প্রেক্ষাপটেই এবার সিবিআই তদন্তে যাতে কোনও রকম গাফিলতি না হয়, সঠিক পথে যেন তদন্ত হয়, দ্রুত যেন বিচার হয় সে ব্যাপারে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাব বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডের রহস্যভেদ কি করতে পারবে সিবিআই? আরজি করে মেডিক্যাল পড়ুয়ার হাড়হিম করা হত্যাকাণ্ডে কি অপরাধীরা সাজা পাবে? আসল মাথাকে কি ধরতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর এই প্রেক্ষাপটেই এবার সিবিআই তদন্তে যাতে কোনও রকম গাফিলতি না হয়, সঠিক পথে যেন তদন্ত হয়, দ্রুত যেন বিচার হয় সে ব্যাপারে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাব বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বুধবার সুকান্ত মজুমদার বলেন, ‘‘আজই একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার দেখা হবে। সেখানেই যাতে আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত সঠিক পথে হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব।’’
advertisement
আরজি করের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রথমে অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীকালে খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তবে পুলিশি তদন্তে আস্থা ছিল না বিভিন্ন মহলের পাশাপাশি মৃতার পরিবারেরও। শুধু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন আরও অনেকেই। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানিতেও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘ শুনানির পর শেষমেষ আরজি কর কাণ্ডের ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই তদন্তে আপত্তি নেই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সোদপুরে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রবিবার পর্যন্ত অপেক্ষা করব। তদন্তে কোনও অগ্রগতি না হলে সিবিআইকে হস্তান্তর করব। তবে রাজ্যে ঘটে চলা বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআইয়ের ‘সাকসেস রেট’ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্ট রবিবার পর্যন্ত অপেক্ষা না করে মঙ্গলবার ঘটনার তদন্তভার আদালতের নজরদারিতে সিবিআইকে তুলে দেয়। এ রাজ্যের বিভিন্ন ঘটনায় একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি এবং তদন্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তদন্তের গতি শ্লথ বলে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গ পদ্ম নেতারা।
advertisement
এ ব্যাপারে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত পারদর্শী। কিন্তু যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা তো রাজ্য সরকারের কর্তব্য। তবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের অসহযোগিতার জন্যই অনেক সময় তদন্তের গতির শ্লথ হয়ে পড়ে। তবে আরজি করের ঘটনায় আসল মাথা ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 1:47 PM IST