RG Kar Case: সিবিআই দফতরে আরজি কর নির্যাতিতার বাবা-মা! ডিরেক্টরকে যা দিলেন, চমকে উঠল সকলে! কী ঘটল জানেন সিবিআই অফিসে!
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
RG Kar Case: সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। তারা তদন্তের বিষয়ে সঠিক প্রশ্নের জবাব দিতে পারেনি বলে দাবি নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মায়ের।
সুবীর দে,পানিহাটি: দিল্লিতে গিয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দেওয়া নারীশক্তি অ্যাওয়ার্ড ফিরিয়ে দিলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা। তিনি জানিয়েছেন, নারী শক্তির অ্যাওয়ার্ড তখনই নেবেন, যখন মেয়ের সঙ্গে হওয়া ভয়ঙ্কর অন্যায়ের সঠিক বিচার হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই আরজি কর কাণ্ডের ন্যায় তাঁরা পাবেন।
advertisement
বৃহস্পতিবার তারপর সেখান থেকেই সিবিআই সদর দফতরে গিয়েছিলেন তাঁরা। সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। তারা তদন্তের বিষয়ে সঠিক প্রশ্নের জবাব দিতে পারেনি বলে দাবি নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মায়ের। তারা একটি প্রশ্নের প্রতিলিপি সিবিআই ডিরেক্টরের হাতে দিয়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে! ছাড় নয় কোনও, আবেদন খারিজ করল আদালত! এবার কী হবে?
যেই প্রতিলিপিতে ইংরেজি হরফে লেখা ছিল, ”আপনাদের মেরুদন্ড নেই।” কিন্তু একাধিক কর্মসূচি থাকায় অমিত শাহের সঙ্গে দেখা হয়নি নির্যাতিতার বাবা-মায়ের।
advertisement
অমিত শাহ বলেছিলেন, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু নির্যাতিতার বাবা-মা অপেক্ষা করেননি। কারণ তাদের অনেক কর্মসূচি রয়েছে। তবে তাঁরা জানিয়েছেন, পরবর্তীতে আবারও আশা নিয়ে দেখা করতে যাবেন অমিত শাহের সঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 2:22 PM IST