RG Kar Case: কাটল ৪২ দিন, শনিবার থেকেই 'কাজে' জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Junior Doctors cease work withdwan: ৪২ দিন পর অবশেষে উঠছে কর্মবিরতি, তবে শর্তসাপেক্ষে। আংশিক কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার দীর্ঘ জেনারেল বডির বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানিয়েছে আন্দোলনকারীরা।
কলকাতাঃ ৪২ দিন পর অবশেষে উঠছে আংশিক কর্মবিরতি, তবে শর্তসাপেক্ষে। আংশিক কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার দীর্ঘ জেনারেল বডির বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানিয়েছে আন্দোলনকারীরা। টানা ৯ দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের ধর্না চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও বসেন। এরপর বুধবার বৈঠক হয় মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে। আপাতত আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তাঁদের আন্দোলন চলবে।
তবে কর্মবিরতি তুলে নেওয়ার আগে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এখন আংশিক কর্মবিরতি তুলে নিলেও প্রয়োজনে ফের পূর্ণ কর্মবিরতি শুরু হবে। কারণ, এখনও বেশ কিছু বিষয়ে তাঁদের দাবি নিয়ে সরকারের সদর্থক ভূমিকা দেখা যায়নি। বৃহস্পতিবার যে নির্দেশিকা এসেছে, তাতেও কিছু বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানির আগে সেই বিষয়গুলিতে পদক্ষেপ না করা হলে ফের পুরোদমে কর্মবিরতি শুরু করা হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটল ৪২ দিন, শনিবার থেকেই ‘কাজে’ জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?
এক আন্দোলনকারী বলেন, “শুক্রবার মিছিলের পর প্রত্যেকেই কলেজে ফিরে গিয়ে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করব। যেখানে যেখানে খুব প্রয়োজন, সেগুলি চিহ্নিত করা হবে। শুধু সেই অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই আমরা কাজে যোগ দেব। বাকি জায়গায় আমাদের কর্মবিরতি চলবে।” যে দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের, তার অনেক দাবিই পূরণ হয়েছে। অনেক দাবি আবার এখনও পূরণ হয়নি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, ডিএমই, ডিএইচএস-র অপসারণকে জয় হিসাবেই দেখছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 10:11 AM IST