RG Kar Case: কাটল ৪২ দিন, শনিবার থেকেই 'কাজে' জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?

Last Updated:

Junior Doctors cease work withdwan: ৪২ দিন পর অবশেষে উঠছে কর্মবিরতি, তবে শর্তসাপেক্ষে। আংশিক কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার দীর্ঘ জেনারেল বডির বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানিয়েছে আন্দোলনকারীরা।

কলকাতাঃ ৪২ দিন পর অবশেষে উঠছে আংশিক কর্মবিরতি, তবে শর্তসাপেক্ষে। আংশিক কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার দীর্ঘ জেনারেল বডির বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানিয়েছে আন্দোলনকারীরা। টানা ৯ দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের ধর্না চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও বসেন। এরপর বুধবার বৈঠক হয় মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে। আপাতত আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তাঁদের আন্দোলন চলবে।
তবে কর্মবিরতি তুলে নেওয়ার আগে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এখন আংশিক কর্মবিরতি তুলে নিলেও প্রয়োজনে ফের পূর্ণ কর্মবিরতি শুরু হবে। কারণ, এখনও বেশ কিছু বিষয়ে তাঁদের দাবি নিয়ে সরকারের সদর্থক ভূমিকা দেখা যায়নি। বৃহস্পতিবার যে নির্দেশিকা এসেছে, তাতেও কিছু বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানির আগে সেই বিষয়গুলিতে পদক্ষেপ না করা হলে ফের পুরোদমে কর্মবিরতি শুরু করা হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটল ৪২ দিন, শনিবার থেকেই ‘কাজে’ জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?
এক আন্দোলনকারী বলেন, “শুক্রবার মিছিলের পর প্রত্যেকেই কলেজে ফিরে গিয়ে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করব। যেখানে যেখানে খুব প্রয়োজন, সেগুলি চিহ্নিত করা হবে। শুধু সেই অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই আমরা কাজে যোগ দেব। বাকি জায়গায় আমাদের কর্মবিরতি চলবে।” যে দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের, তার অনেক দাবিই পূরণ হয়েছে। অনেক দাবি আবার এখনও পূরণ হয়নি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, ডিএমই, ডিএইচএস-র অপসারণকে জয় হিসাবেই দেখছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: কাটল ৪২ দিন, শনিবার থেকেই 'কাজে' জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement