RG Kar Case Protest: আরজি করে ৫০ জন সিনিয়র ডাক্তারের গণইস্তফা, তীব্রতা বাড়ল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
RG Kar Case Protest: আরজি কর হাসপাতালের বিভিন্ন ফ্যাকাল্টি অর্থাৎ অধ্যাপকেরা জুনিয়র ডাক্তারদের সমর্থনে গণইস্তফা দেন।
কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রতিবাদ আরও জোরালো করলেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের সঙ্গে যোগ দিলেন সিনিয়র ডাক্তারদের একাংশও। মঙ্গলবার জুনিয়রদের সমর্থন জানিয়ে সিনিয়রেরা বড় পদক্ষেপ করেন। আরজি কর হাসপাতালের বিভিন্ন ফ্যাকাল্টি অর্থাৎ অধ্যাপকেরা জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী গণইস্তফা দেন।
জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবির সমর্থনে অর্থাৎ দ্রুত হাসপাতালে নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থা করা, প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেওয়া, নিরপেক্ষ ছাত্র সংসদ ভোট করা, হুমকি সংস্কৃতির অবসান ঘটানো। প্রায় ৫০ জনের মতো অধ্যাপক মঙ্গলবার গণইস্তফা দেন। সূত্রের খবর, এদিন দুপুরেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের একাধিক ডাক্তার ইস্তফা দিতে পারেন।
advertisement
আরও পড়ুন: ৫৮ দিনের মাথায় আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট! ধর্ষক-খুনি হিসেবে সঞ্জয়ের নাম, থাকবে চাঞ্চল্যকর তথ্য?
এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলে খবর। জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এসএসকেএম, এনআরএস-সহ একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর।
advertisement
আরও পড়ুন: গাছের ২টি পাতা, অযত্নের আগাছা ডায়াবেটিসের ‘মৃত্যুবাণ’! এভাবে খেলেই নামবে ব্লাড সুগার
প্রায় দু’মাস হয়ে গেল আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের। প্রতিবাদ ও বিক্ষোভের আঁচ সেই থেকে এতদিনে স্তিমিত হওয়ার বদলে বরং বারবার তীব্রতর হয়ে উঠেছে। ডাক্তারদের আন্দোলনের গতিও বাড়ছে ধাপে ধাপে।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 1:56 PM IST