RG Kar: আরজি কর কাণ্ডে হঠাৎ চাঞ্চল্যকর বাঁক, সে রাতে যে ৪ জনের সঙ্গে ডিনার করে নির্যাতিতা... CBI-এর স্ট‍্যাটাস রিপোর্টে এবার বড় প্রশ্ন পরিবারের!

Last Updated:

RG Kar: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্ট‍্যটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

আরজি কর কাণ্ডে হঠাৎ  চাঞ্চল্যকর বাঁক, সে রাতে যে ৪ জনের সঙ্গে ডিনার করে নির্যাতিতা... CBI-এর স্ট‍্যাটাস রিপোর্টে এবার বড় প্রশ্ন পরিবারের!
আরজি কর কাণ্ডে হঠাৎ চাঞ্চল্যকর বাঁক, সে রাতে যে ৪ জনের সঙ্গে ডিনার করে নির্যাতিতা... CBI-এর স্ট‍্যাটাস রিপোর্টে এবার বড় প্রশ্ন পরিবারের!
কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্ট‍্যটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার তদন্তের অগ্রগতি নিয়ে তৃতীয় স্ট‍্যটাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্টে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার।
সঞ্জয় রাই-এর সাজা ঘোষণার পর CBI তদন্তের অগ্রগতি নিয়ে এটা চতুর্থ রিপোর্ট জমা দেওয়া হল ট্রায়াল কোর্টে। রিপোর্টে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার ও তাদের আইনজীবীরা। ঘটনার রাতে নির্যাতিতা যে চারজন চিকিত্‍সকের সঙ্গে ডিনার করেছিলেন, তাদের বয়ান ঠিক ভাবে রেকর্ড করা হচ্ছে না কেন? আদালতে সওয়াল চলার সময় নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
advertisement
advertisement
আদালতের কাছে নির্যাতিতার পরিবারের আইনজীবীর প্রশ্ন, ‘‘কেন Last seen together অর্থাৎ ঘটনার রাতে যে চারজন ডিনার করেছিলেন, তাঁদের বয়ান ঠিক ভাবে রেকর্ড করা হচ্ছে না? কেন তাঁদের আলাদা আলাদা ভাবে ও পরে একত্রিত সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল না? করা হলে কি তাঁদের বয়ান? কেন তাঁদের হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করল না?’’
advertisement
টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর থেকেই সিবিআই দাবি করেছে একাধিক নথি তাঁরা খতিয়ে দেখছেন। এখনও তাই বলা হচ্ছে। তাহলে কেন তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল না! কেনই বা তাহলে তাঁদের আটকে রাখা হল?- আদালতে প্রশ্ন নির্যাতিতার পরিবারের আইনজীবীর।
advertisement
যদিও সিবিআইয়ের তরফে আজ আট পাতার রিপোর্ট দেওয়া হয়েছে। তাঁদের ৩৬ জনের বয়ান রেকর্ডের কথা বলা হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও এসেছে, তা খতিয়ে দেখার জন্য একটি সংস্থার সাহায্য নিচ্ছে সিবিআই। সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ৩৬ জনের বয়ান রেকর্ডের বিস্তারিত তথ‍্য দেখেন বিচারক অরিজিৎ মণ্ডল। ১৬ জুলাই পরবর্তী রিপোর্ট দিতে নির্দেশ আদালতের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar: আরজি কর কাণ্ডে হঠাৎ চাঞ্চল্যকর বাঁক, সে রাতে যে ৪ জনের সঙ্গে ডিনার করে নির্যাতিতা... CBI-এর স্ট‍্যাটাস রিপোর্টে এবার বড় প্রশ্ন পরিবারের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement