Tapas Roy: গৃহীত হল না তাপস রায়ের ইস্তফাপত্র! নতুন করে কাল হাতে লিখে দিতে হবে জমা
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tapas Roy: হাতে লিখে চিঠি দিতে হবে৷ তাতে অন্য কিছু লেখা যাবে না৷ নতুন করে কাল আবার ইস্তফাপত্র দেবেন তাপস রায়৷
কলকাতা: তাপস রায়ের ইস্তফাপত্র গৃহীত হল না বুধবার৷ অর্থাৎ তাপসের ঘটনা নিয়ে কার্যত নতুন এক কাণ্ড শুরু হল৷ নিয়মমতো ইস্তফা জমা দিয়েছিলেন বরানগরের বিধায়ক। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বললেন, ‘আগামিকাল আবার শুনানি। তাপসবাবুকে বলা হয়েছে নতুন করে ইস্তফাপত্র জমা দিতে। আগের ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে।’
কেন ইস্তফাপত্র গ্রহণ করা হল না, সেই বিষয়ে জানা গিয়েছে, তাপস রায় টাইপ করে দিয়েছিলেন এবং তাতে কেন ইস্তফা দিচ্ছেন তার কারণ উল্লেখ করেছিলেন৷ কিন্তু পরিষদীয় রীতি অনুযায়ী অনুযায়ী তা করা যায় না৷ হাতে লিখে চিঠি দিতে হবে৷ তাতে অন্য কিছু লেখা যাবে না৷ নতুন করে কাল আবার ইস্তফাপত্র দেবেন তাপস রায়৷
advertisement
advertisement
এ দিকে বুধবারও তাপস রায়কে আক্রমণ করেছেন কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘তাপস রায় যতদিন তৃণমূলে ছিলেন, তখন সরব হলে ভাবা যেত। আর এখন দল ছেড়ে দিয়েছেন বলে যা খুশি বলবেন, সেটা মানা যায় না। অতীতের ঘটনা নিয়ে বলা মানে ‘শুভেন্দু সংস্কৃতি’। তাপস দা আপনি তাপস রায়, এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাস ঢোকাবেন না। দলকে কুৎসা করবেন না। করোনা শেষ হয়েছে। শুভেন্দুর ভাইরাস শেষ হবার সময় এসেছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 5:13 PM IST