কলকাতায় ফুটে উঠলো ইতালির দৃশ্য ! বারান্দায় এসে সকলে গাইলেন, 'উই শ্যাল ওভারকাম' !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
যে যার বাড়ি থেকে জানালায় , ব্যালকনিতে বেড়িয়ে এসে গান গাইলেন, 'উই শ্যাল ওভারকাম সাম ডে"।
#কলকাতা: সারা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে মারন ভাইরাস করোনা। এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে গোটা বিশ্ব নাজেহাল হয়ে পড়ছে। করোনাকে জব্দ করতে হলে সব থেকে আগে দরকার কোয়ারেন্টাইন। মানুষকে বাঁচাতেই আমাদের দেশে আপাতত ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছে। স্কুল, কলেজ, সব ছুটি। অফিসগুলো হয় বন্ধ নয়তো বাড়ি থেকে কাজ করছে কর্মীরা। এই অবস্থায় মানুষ নিজের মনের জোর বাড়াতে নানা রকম কিছু করছে।
মুম্বাই মিররের একটি রিপোর্ট অনুযায়ী কলকাতার বো ব্যারাকের মানুষও রয়েছেন গৃহবন্দি। এই অবস্থায় যে যার বাড়ি থেকে জানালায় , ব্যালকনিতে বেড়িয়ে এসে গান গাইলেন, 'উই শ্যাল ওভারকাম সাম ডে"। তারা সকলেই গৃহবন্দি। কিন্তু নিজেদেরভ মনের জোর বাড়াতে তারা সকলে এক সঙ্গে গাইলেন গান। ঠিক যেন ইতালির দৃশ্য আমাদের শহরেও দেখা গেল। এই ভিডিওটি মুম্বাই মিরর তাঁদের ফেসবুক পেজে শেয়ার করেছে।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 9:10 PM IST