#কলকাতা: এসএসকেএমে মোট ১৪ জনকে আনা হয়েছে। ১৬ জনের মধ্যে ১ জনের মৃত্যু। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
দিন বিকেল ৪টে ১৫ নাগাদ মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডে অংশ ভেঙে পড়ে। ব্রিজের নীচে আটকে পড়ে মিনিবাস, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে বজবজ শাখার রেল লাইন। দুর্ঘটনার পর বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়া উদ্ধারে হাত লাগায় স্থানীয় মানুষ। উদ্ধারকাজে চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।