Republic Day 2025: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে 'বাধা', মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রবেশ
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
রীতি মেনেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও
কলকাতা: প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও। প্রতি বছরই তারা পারফর্ম করে। কিন্তু এ’বছর বিপত্তি বাধল!
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিল কলকাতা পুলিশের ব্যান্ড। কিন্তু অভিযোগ, তাঁদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং গেট থেকে পুলিশের ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেছেন।
advertisement
জানা যায়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা সুরক্ষা দলের দুটি ব্যান্ড পারফর্ম করছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে ঢোকার পর, তাদের সঙ্গেই দাঁড়ায়, পারফর্ম-ও করে। মুখ্যমন্ত্রী ‘ভারত আমার ভারতবর্ষ’ বাজাতে বলেন পুলিশের ব্যান্ডকে। বস্তুত, তাঁর হস্তক্ষেপেই ‘পারফর্ম’ করে কলকাতা পুলিশের ব্যান্ড। ওই অনুষ্ঠানের সময় সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছর-ই কলকাতা পুলিশের ব্যান্ড আসে। এ’বছর সেই ব্যান্ডকে মাঠে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরে জানতে পারেন, পুলিশের ব্যান্ডকে গেটের বাইরে আটকানো হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী নিজে গেটের কাছে চলে যান, রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে ভিতরে ঢোকান। যদিও গোটা ঘটনা নিয়ে রাজভবন সূত্রের দাবি, গেটে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2025 6:04 PM IST








