ভোটে অশান্তি, আজ ৩ পুরসভার ৬টি বুথে পুনর্নির্বাচন
Last Updated:
৬টি বুথে ফের ভোটের সিদ্ধান্ত
#কলকাতা: ভোটে অশান্তির জের। আজ সমতলের তিনটি পুরসভার ছটি বুথে পুনরায় ভোট গ্রহণ। ডোমকল পুরসভার ৯৫ ও ৯৬ নম্বর, রায়গঞ্জের ২২ নম্বর ও পূজালির ১১, ১২ ও ১৯ নম্বর বুথে ফের চলছে পুনর্নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। পুরভোটে অশান্তির জেরে এই সিদ্ধান্ত কমিশনের ৷
রবিবার এই ছটি বুথে ইভিএম লুঠ ও ভাঙচুর হয়েছিল। এই ছয় বুথের ভোটের হিসেব কমিশনের কাছে নেই। সেকারণেই ফের ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। এই তিন পুরসভায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ সরব হয় বিরোধীরা। এদিনও কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মাত্র ছটি বুথে পুনরায় ভোট দেওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2017 8:10 AM IST