সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়

Last Updated:

১৯৮১ সালেও তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন

#কলকাতা: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত করা হল বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে ৷ ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ৷ বাবা শম্ভুনাথ চট্টোপাধ্যায় ও মা তুলসি চট্রোপাধ্যায়ের কোল আলো করে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন তিনি ৷ কলাকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সঞ্জীব চট্টোপাধ্যায় একাধিক গুণের অধিকারী ৷ শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসের জন্যই এই বিশিষ্ট সম্মান প্রদান করা হচ্ছে তাঁকে ৷
গল্প, উপন্যাস, আধ্যাত্ম বিষয়ক রচনা, কল্পলোকের গল্প সহ সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণের জন্যই তিনি জনপ্রিয় ঘরে ঘরে ৷ ১৯৮১ সালে তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ৷ তাঁর বিখ্যাত সৃষ্টি গুলির মধ্যে অন্যতম লোটাকম্বল, শাখাপ্রশাখা, শ্বেত পাথরের থালা ৷
এছাড়াও ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীশ্রী মা সারদা, ও স্বামী বিবেকান্দের জীবনী নিয়ে একাধিক রচনা করেছেন ৷ তাঁর অত্যন্ত উন্নত মাণের রসবোধ ও জীবন দর্শনই তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করেছে ৷ শুভ কামনা রইল আমাদেরও, তিনি ভাল থাকুন, সুস্থ থাকুন ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement