সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়
Last Updated:
১৯৮১ সালেও তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন
#কলকাতা: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত করা হল বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে ৷ ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ৷ বাবা শম্ভুনাথ চট্টোপাধ্যায় ও মা তুলসি চট্রোপাধ্যায়ের কোল আলো করে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন তিনি ৷ কলাকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সঞ্জীব চট্টোপাধ্যায় একাধিক গুণের অধিকারী ৷ শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসের জন্যই এই বিশিষ্ট সম্মান প্রদান করা হচ্ছে তাঁকে ৷
গল্প, উপন্যাস, আধ্যাত্ম বিষয়ক রচনা, কল্পলোকের গল্প সহ সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণের জন্যই তিনি জনপ্রিয় ঘরে ঘরে ৷ ১৯৮১ সালে তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ৷ তাঁর বিখ্যাত সৃষ্টি গুলির মধ্যে অন্যতম লোটাকম্বল, শাখাপ্রশাখা, শ্বেত পাথরের থালা ৷
এছাড়াও ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীশ্রী মা সারদা, ও স্বামী বিবেকান্দের জীবনী নিয়ে একাধিক রচনা করেছেন ৷ তাঁর অত্যন্ত উন্নত মাণের রসবোধ ও জীবন দর্শনই তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করেছে ৷ শুভ কামনা রইল আমাদেরও, তিনি ভাল থাকুন, সুস্থ থাকুন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2018 6:38 PM IST