জিওর প্রাইম মেম্বারশিপে ট্যারিফ প্ল্যানগুলি কী কী আছে ? দেখে নিন

Last Updated:

জিও প্রাইম অফারে আনলিমিটেড ভয়েস কল , আনলিমিটেড এসএমএস এবং জিও অ্যাপসগুলির ব্যবহার করা যাবে আগের মতোই ৷

#কলকাতা: রিল্যায়েন্স জিওর সম্পূ্র্ণ বিনামূল্যে ডেটা ও কল পরিষেবা দেওয়ার দিন শেষ হতে চলেছে ৷ এপ্রিল মাসের ১ তারিখ থেকেই জিওর নতুন ‘প্রাইম’ পরিষেবার জন্য মাসে ৩০৩ টাকা খরচ হবে গ্রাহকদের ৷ যদিও সেটা অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকাংশেই কম ৷ কিন্তু বছরভর সম্পূ্র্ণ বিনামূল্যে ৪জি ডেটা এবং কল ফ্রি পাওয়ার পর এখন এই ৩০৩ টাকার মাশুল গুনতে অনেক জিও গ্রাহকরাই ভাবতে বসেছেন ৷ জিও সিম ব্যবহারকারীদের ‘প্রাইম’-এ আপগ্রেড হতে হাতে সময় রয়েছে এক মাস ৷ ‘আনলিমিটেড’ ডেটা ও কলের পরিষেবা পেতে চলতি মার্চ মাসের ৩১ তারিখের মধ্যেই ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিতে হবে গ্রাহকদের ৷
৩০৩ টাকার জিও প্রাইম অফারে কী কী পাবেন ?
জিও প্রাইম অফারে আনলিমিটেড ভয়েস কল , আনলিমিটেড এসএমএস এবং জিও অ্যাপসগুলির ব্যবহার করা যাবে আগের মতোই ৷ এর সময়সীমা মাসে ২৮ দিনের ৷ গ্রাহকরা ৪জি স্পিডের ডেটা পাবেন মাসে ২৮ জিবি পর্যন্ত ৷ এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড ৪জি থেকে কমে যাবে ৷ মাসে ২৮ জিবি অর্থাৎ প্রতিদিন ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ যা এখন ব্যবহার করছেন গ্রাহকরা ৷ অর্থাৎ দিনে ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা পাবেন গ্রাহকরা ৩০৩ টাকার প্রাইম প্ল্যানেও ৷ তবে এখানেই শেষ নয় ৷ গ্রাহকরা যদি মনে করেন প্রতিদিন ১ জিবি ৪জি ডেটা তাদের জন্য যথেষ্ট নয়, তাহলে তারা ৪৯৯ টাকার জিও প্রাইম প্ল্যান ব্যবহার করতে পারেন ৷ যেখানে প্রতিদিন ২জিবি পর্যন্ত ৪জি স্পিড পাবেন গ্রাহকরা ৷ থাকছে ৯৯৯ টাকার জিও প্রাইম প্ল্যানও ৷ যেখানে দু’মাসে ৬০ জিবি ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ এছাড়া নতুন জিও প্রাইম প্ল্যানগুলি হল ১৯৯৯ টাকা, ৪৯৯৯ টাকা এবং ৯৯৯৯ টাকা ৷ যা ভ্যালিড থাকবে যথাক্রমে ৯০ দিন, ১৮০ দিন এবং ৩৬০ দিন ৷ এই প্ল্যানগুলিতে স্বভাবতই ৪জি ডেটাও পাওয়া যাবে অনেক ৷ ১২৫ জিবি, ৩৫০ জিবি এবং ৭৫০ জিবি পর্যন্ত ৪জি ডেটা ৷ তাই আর দেরি না করে মাত্র ৯৯ টাকা দিয়ে মার্চ মাসে নিজেদের জিও সিম আপগ্রেড করুন প্রাইম প্ল্যানে ৷ ডেটা প্ল্যানগুলি দেখে নিন নীচে ৷
advertisement
advertisement
Reliance-Jio-Prime-Membership-plan
বাংলা খবর/ খবর/কলকাতা/
জিওর প্রাইম মেম্বারশিপে ট্যারিফ প্ল্যানগুলি কী কী আছে ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement