জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়ল ! সঙ্গে আরও কিছু দুর্দান্ত অফার
Last Updated:
৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷
#মুম্বই: দেখতে দেখতে ৩১ মার্চ এসেই গেল ৷ হ্যাঁ আর্থিক বছর শেষ হওয়ার দিন তো বটেই ৷ এবছর ৩১ মার্চ নিয়ে গোটা দেশবাসীর আরেকটু বেশি আগ্রহ ছিল ৷ কারণ আজ, শুক্রবারই যে জিওর প্রাইম মেম্বরশিপ সাবস্ক্রাইব করার শেষ দিন ছিল ৷ গোটা দিন ধরেই তাই সর্বত্রই জিও স্টোরগুলিতে মানুষের ঢল চোখে পড়ে ৷ এত বেশি ভিড় সামলাতে হিমশিম খেয়েছেন জিও স্টোর এবং শহরের প্রায় সর্বত্র ছড়িয়ে থাকা জিওর স্টলের কর্মীরা ৷ অনলাইনে পেটিএমের মাধ্যমেও প্রাইম সদস্য হওয়ার সুযোগ রয়েছে ৷ কিন্তু অনলাইন থেকে অফলাইনেই যে এখনও দেশবাসী অনেক বেশি স্বচ্ছন্দ্য ৷ তবে যারা এদিন প্রাইম সদস্য হতে পারলেন না, তাদের জন্য স্বস্তির খবর , জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল রিল্যায়েন্স জিও ৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷
এই বাড়তি ১৫ দিনের সময়ের মধ্যেই প্রাইম মেম্বারশিপ নিলে মাসিক মাত্র ৩০৩ টাকায় জিওর দুর্দান্ত অফারগুলি ভোগ করতে পারবেন গ্রাহকরা ৷ অফার অবশ্য এখানেই শেষ হচ্ছে না ৷ জিও গ্রাহকদের জন্য কমপ্লিমেন্টারি একটি অফারও দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
সংস্থার রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ৭২ মিলিয়ন জিও গ্রাহক প্রাইম মেম্বারশিপ নিয়ে ফেলেছেন ৷ রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান, ‘‘ যে সমস্ত গ্রাহকরা ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকার বিনিময়ে জিও প্রাইম নিতে পারেননি ৷ তাঁরা ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার পাশাপাশি ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে জিও পরিষেবা পাবেন ৷ এর ফলে গ্রাহকরা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে ৷ এবং ফ্রি অফার থেকে প্রাইম মেম্বর হতে আরও বেশ কিছুদিন সময়েও পেয়ে যাবেন ৷ ’’
advertisement
advertisement
Delighted to share a statement to the #media, valued #JioPrime members by Sh Mukesh Ambani, chairman & MD #RIL @reliancejio 2/2 pic.twitter.com/2RT6WOLSOS
— Flame of Truth (@flameoftruth) March 31, 2017
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2017 10:09 PM IST