জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়ল ! সঙ্গে আরও কিছু দুর্দান্ত অফার

Last Updated:

৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷

#মুম্বই: দেখতে দেখতে ৩১ মার্চ এসেই গেল ৷ হ্যাঁ আর্থিক বছর শেষ হওয়ার দিন তো বটেই ৷ এবছর ৩১ মার্চ নিয়ে গোটা দেশবাসীর আরেকটু বেশি আগ্রহ ছিল ৷ কারণ আজ, শুক্রবারই যে জিওর প্রাইম মেম্বরশিপ সাবস্ক্রাইব করার শেষ দিন ছিল ৷ গোটা দিন ধরেই তাই সর্বত্রই জিও স্টোরগুলিতে মানুষের ঢল চোখে পড়ে ৷ এত বেশি ভিড় সামলাতে হিমশিম খেয়েছেন জিও স্টোর এবং শহরের প্রায় সর্বত্র ছড়িয়ে থাকা জিওর স্টলের কর্মীরা ৷ অনলাইনে পেটিএমের মাধ্যমেও প্রাইম সদস্য হওয়ার সুযোগ রয়েছে ৷ কিন্তু অনলাইন থেকে অফলাইনেই যে এখনও দেশবাসী অনেক বেশি স্বচ্ছন্দ্য ৷ তবে যারা এদিন প্রাইম সদস্য হতে পারলেন না, তাদের জন্য স্বস্তির খবর , জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল রিল্যায়েন্স জিও ৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷
এই বাড়তি ১৫ দিনের সময়ের মধ্যেই প্রাইম মেম্বারশিপ নিলে মাসিক মাত্র ৩০৩ টাকায় জিওর দুর্দান্ত অফারগুলি ভোগ করতে পারবেন গ্রাহকরা ৷ অফার অবশ্য এখানেই শেষ হচ্ছে না ৷ জিও গ্রাহকদের জন্য কমপ্লিমেন্টারি একটি অফারও দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
সংস্থার রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ৭২ মিলিয়ন জিও গ্রাহক প্রাইম মেম্বারশিপ নিয়ে ফেলেছেন ৷ রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান, ‘‘ যে সমস্ত গ্রাহকরা ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকার বিনিময়ে জিও প্রাইম নিতে পারেননি ৷ তাঁরা ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার পাশাপাশি ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে জিও পরিষেবা পাবেন ৷ এর ফলে গ্রাহকরা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে ৷ এবং ফ্রি অফার থেকে প্রাইম মেম্বর হতে আরও বেশ কিছুদিন সময়েও পেয়ে যাবেন ৷ ’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জিও প্রাইম মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়ল ! সঙ্গে আরও কিছু দুর্দান্ত অফার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement