এই দিনগুলো সকালে বন্ধ থাকবে রেড রোড, জেনে নিন বিকল্প রাস্তার হদিশ

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতির জন্য সকালের দিকে বন্ধ থাকবে রেড রোড। জেনে নিন কোন রাস্তা দিয়ে যাবে বিবাদি বাগ-গামী ও দক্ষিণমুখি গাড়ি

কলকাতা: কলকাতায় যাঁরা সকালে আসবেন তাদের সাময়িকভাবে রেড রোড়ের দিকে না যাওয়াই ভাল, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য সকালের দিকে কিছুটা সময় বন্ধ থাকবে রেড রোড। ১৭ জানুয়ারি, ১৮  জানুয়ারি,  ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি ভোর ৪ টে থেকে সকাল ৯ টা পর্যন্ত সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড।
২২ জানুয়ারি  এবং ২৪ জানুয়ারি চূড়ান্ত মহড়ার জন্য সকাল সাড়ে ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। ২৫ জানুয়ারি দুপুর থেকে ২৬ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও লাগোয়া কিছু রাস্তা বন্ধ থাকবে। এগুলি হল হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ মহড়ার জন্য মঙ্গলবার ভোর থেকে আংশিক যান নিয়ন্ত্রণ জারি হয় রেড রোডে।  ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হবে। রেড রোড বন্ধ থাকার সময় বিকল্প রাস্তার সন্ধান দিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
advertisement
বিবাদী বাগ-গামী গাড়িগুলি এই সময় যে রাস্তা দিয়ে যাবে
advertisement
আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ, ডি এল খান রোড, এ জে সি বোস রোড, সেন্ট জর্জ ঘাট, স্ট্যান্ড রোড, অকল্যান্ড রোড, কিংস ওয়ে। হরিশ মুখার্জি রোড দিয়ে আসা গাড়িগুলি যাবে ক্যাথিড্রাল রোড ও মেয়ো রোড হয়ে।
দক্ষিণমুখী গাড়িগুলি যাবে
advertisement
হাওড়া, স্ট্যান্ড রোড, এসপ্ল্যানেড ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, জহরলাল নেহরু রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, কিংসওয়ে দিয়ে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রাস্তার সন্ধান দেওয়ায় কিছুটা শহরবাসী বা শহরতলীর বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছে কলকাতা ট্রাফিক পুলিশ। যদিও প্রজাতন্ত্র দিবসের দিনে শহর জুড়ে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন থাকবে প্রতি বছরের মতোই, ট্রাফিক পুলিশও রাখা হবে বাড়তি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই দিনগুলো সকালে বন্ধ থাকবে রেড রোড, জেনে নিন বিকল্প রাস্তার হদিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement