Red Road Accident : রেড রোডে মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ৩৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ

Last Updated:

Red Road Accident : পুলিস সুত্রে খবর, ৪৯০ পাতার  চার্জশিট জমা পরে আদালতে। ৪১ জন সাক্ষীর উল্লেখ  রয়েছে চার্জশিটে।

গত পয়লা জুলাই ময়দান থানা  এলাকায় ফোর্ট উইলিয়াম গেটের সামনে ঘটে যায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি। মিনি বাস ও বাইক দুর্ঘটনায় প্রাণ যায় ভিনরাজ্য থেকে আসা এক পুলিশ কর্মীর।আহত হন কমপক্ষে ১৯ জন। সেই ঘটনায় গ্রেফতার হয় বাস চালক। ওই বাস চালক এখনও জেলে আছে। ঘটনার পর ঘটনাস্থলে ফরেনসিক বিভাগ গিয়ে নমুনা সংগ্রহ  করে পরীক্ষা নিরীক্ষা করে।
advertisement
ঘাতক বাসটির বায়ো-মেকানিকাল এক্সামিনেশন হয়। অভিযুক্ত বাস চালককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়। টিআই  প্যারেডে সনাক্তকরন করা হয় অভিযুক্তকে। চার্জশিটে উল্লেখ করা হয় বেপরোয়া গতিতে বাস চালানোর জেরে এই দুর্ঘটনা  ঘটেছিল। ধৃতের  বিরুদ্ধে   279/304(ii)/308/427 IPC তে  মামলা রুজু হয়। সেই ঘটনার তদন্ত ভার নেয় FSTP এর আধিকারিকরা। সেই ঘটনাতে ৩৯ দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Red Road Accident : রেড রোডে মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ৩৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement