Recruitment Scam | ED | Ayan Shil: চাকরি ‘বিক্রির’ টাকায় কেনা হয়েছিল পেট্রোল পাম্প! সত্যিটা কী? জানতে এবার কড়া পদক্ষেপ ইডি-র
- Reported by:Arpita Hazra
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাতে ধৃত অয়ন শীলের আরও একাধিক ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি। অয়ন শীলের ১৬টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি ইডির। সূত্রের খবর, গত এক সপ্তাহে আরও আটটি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। এর মধ্যে বেশিরভাগ সম্পত্তিই রয়েছে হুগলিতে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিপাকে ইডি-র হাতে ধৃত অয়ন শীলের ছেলে অভিষেক শীল। অভিষেক শীলকে এবার ১৯ জুন হাজিরার নির্দেশ দিল আদালত। ইতিমধ্যেই অভিষেক শীলকে সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে খবর, আগামী ১৯ জুন হাজিরার জন্য অভিষেককে সমন পাঠিয়েছে ইডি-র বিশেষ নগর ও দায়রা আদালত। ইডি-র দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে পেট্রোল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনের’ পার্টনার হলেন অয়নের ছেলে অভিষেক। অভিষেকের আয়ের উৎস কী? কোন টাকায় কীভাবে, কবে ওই পেট্রোল পাম্প কিনেছিলেন তিনি। সেইন ব্যাখ্যা চেয়েই সমন পাঠানো হয়েছে অভিষেককে৷ সঠিক কারণ দর্শতে না পারলে বিপদ বাড়তে পারে অভিষেকের।
advertisement
আরও পড়ুন: দফায় দফায় উত্তপ্ত ভাঙড়! জমি রক্ষা কমিটির মুখোমুখি তৃণমূল, তুলকালাম কাণ্ড
ইডি সূত্রে খবর, ওই পেট্রোল পাম্পে অভিষেক পার্টনার থাকলেও বাবা অয়ন শীলও প্রচুর টাকা ঢেলেছিল। ইডির চার্জশিটেও উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতি টাকাতেই ওই পেট্রোল পাম্প কেনা হয়েছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাতে ধৃত অয়ন শীলের আরও একাধিক ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি। অয়ন শীলের ১৬টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি ইডির। সূত্রের খবর, গত এক সপ্তাহে আরও আটটি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। এর মধ্যে বেশিরভাগ সম্পত্তিই রয়েছে হুগলিতে।
আরও পড়ুন: বাঁকুড়ায় ‘আক্রান্ত’ সায়ন্তিকার পায়লট কার! মনোনয়ন জমা ঘিরে তুলকালাম কাণ্ড, বিক্ষোভে সৌমিত্র খাঁ
ইডির দাবি, নিজের নামের পাশাপাশি আত্মীয়দের নামেও কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন অয়ন। এছাড়াও, অয়নের নামে-বেনামে প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিস মিলেছে বলে ইডি সূত্রে খবর। অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কর্মীদের নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jun 12, 2023 5:03 PM IST










