Partha Chatterjee: ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, বছর শেষে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ

Last Updated:

 ২০২২সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ।

News18
News18
কলকাতা: সুপ্রিম কোর্টে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মিলল অবশেষে। ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কয়েকদিন আগে এই মামলাতেই জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্য়ায়। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা।
১ ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ। তবে শর্ত রয়েছে—
শীলকালীন ছুটি বা ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে
⁠জানুয়ারির মধ‍্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ
advertisement
⁠চার্জ ফ্রেম হয়ে গেলে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে, অবিলম্বে ইডি মামলায় জামিন পাবেন পার্থ (১লা ফেব্রুয়ারি বা তার আগে)
advertisement
জামিন পাওয়ার পর সাক্ষ‍ীদের প্রভাবিত করতে পারবেন না
⁠বিধায়ক পদ ছাড়া কোনও পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না
গত সপ্তাহের বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রাখে  বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। যেহেতু সিবিআইয়ের মামলা রয়েছে তাই এখনই তিনি ছাড়া পাবেন না।
advertisement
আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। ২০২২সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, বছর শেষে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement