Recruitment Scam: ১-২ জন নন, ১৫ জন প্রভাবশালী ED নজরে! অয়নকে জেরায় উঠে আসছে মারাত্মক তথ্য

Last Updated:

Recruitment Scam: ইডির নজর এবার ওই প্রভাবশালী ও তাঁর ঘনিষ্ঠ এজেন্টের উপরে। ওই এজেন্ট কলকাতার এক প্রভাবশালী ঘনিষ্ঠ।

অয়নকে জেরায় উঠে আসছে মারাত্মক তথ্য
অয়নকে জেরায় উঠে আসছে মারাত্মক তথ্য
কলকাতা: অয়ন শীলকে জেরা করে প্রভাবশালী যোগ! পনেরো জন প্রভাবশালী ইডির নজরে। ইডি সূত্রে খবর, অয়ন শীল কলকাতার এক প্রভাবশালীর কাছে এজেন্ট মারফত ২৬ কোটি টাকা দিয়েছিলেন। একবারে নয়। বিভিন্ন ভাগে সেই টাকা দিয়েছিল অয়ন শীল।
ইডির নজর এবার ওই প্রভাবশালী ও তাঁর ঘনিষ্ঠ এজেন্টের উপরে। ওই এজেন্ট কলকাতার এক প্রভাবশালী ঘনিষ্ঠ। ইডি সূত্রে খবর, নগদে বিভিন্ন সময় দেওয়া হয়েছিল ওই টাকা। অয়ন ব্যাঙ্কিং লেনদেন করতেন না। পুরোটাই নগদে লেনদেন চলত বলে দাবি ইডির। ওই প্রভাবশালীও এবার ইডির নজরে।
advertisement
ইডি সূত্রে খবর, মোট ৪৫ কোটি টাকা অয়ন শীলের  কাছে আসে। এই টাকার একটা অংশ আসে নিয়োগ দুর্নীতি থেকে এবং অপর অংশ আসে পুরসভার দুর্নীতি থেকে। তার মধ্যে ২৬ কোটি টাকা এক এজেন্ট মারফত অয়ন শীলের প্রভাবশালীর কাছে পৌঁছেছিল দাবি ইডির।
advertisement
ইডি সূত্রে খবর, অয়ন শীলের এখনও পর্যন্ত ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মধ্যে ৮ কোটি নগদ মিলেছে। এর পাশাপাশি আটটি ফ্ল্যাট, পাঁচটি গাড়ি, একটি পেট্রোল পাম্প, একটি হোটেল রয়েছে। এই বিপুল সম্পত্তি ও নগদের উৎস নিয়ে অয়ন শীল সাদুত্তর দিতে পারেনি। অয়ন শীলকে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিক তথ্য অনুসারে দুর্নীতির সঙ্গে যুক্ত অয়ন শীল।
advertisement
তাই জেল হেফাজতের নির্দেশ আদালতের। কেন ২৬ কোটি টাকা প্রভাবশালীকে দিয়েছিলেন অয়ন শীল, সবকিছু জানতে চায় ইডি। তাই জেলে গিয়ে জেরা করতে চায় অয়ন শীলকে।
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam: ১-২ জন নন, ১৫ জন প্রভাবশালী ED নজরে! অয়নকে জেরায় উঠে আসছে মারাত্মক তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement