চিঠি মামলায় এবার সংশোধনাগারে গিয়ে কুন্তলের বয়ান নেবে সিবিআই
- Published by:Suman Majumder
- Written by:Amit Sarkar
Last Updated:
CBI: দু’একদিনের মধ্যে সংশোধাগারে যাবে সিবিআই টিম।
কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে বিচারক ও হেস্টিংস থানায় অভিযোগ পত্র। কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ কুন্তল ঘোষের।
চিঠি মামলায় এবার সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন কুন্তল ঘোষ।প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষকে জেরার অনুমতি পেল সিবিআই।
মঙ্গলবার আলিপুর আদালত থেকে অনুমতি পেয়েছে সিবিআই। ইতিমধ্যে চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে।
advertisement
আরও পড়ুন- তৈরি ‘ইনভেস্টিগেশন ফান্ড’! কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কী সুবিধা দেবে এটি
প্রসঙ্গত শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
পরের দিন আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমে কুন্তল দাবি করেন যে, হেফাজতে থাকার সময় বলপূর্বক অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছে। তারপর, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল।
পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান হেস্টিংস থানাতেও। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি প্রসঙ্গ আদালতে জানায় ইডি।
advertisement
আদালত পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে সিবিআই বা ইডি কুন্তল ও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ইতিমধ্যে অভিষেকের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষের বয়ান রেকর্ড করা হবে। দু’একদিনের মধ্যে সংশোধাগারে যাবে সিবিআই টিম।
অন্যদিকে গ্রুপ সি নিয়োগ মামলাতে সংশোধানাগারে গিয়ে নাইসার আধিকারিক নীলাদ্রি দাসকে জেরা করবে সিবিআই।
advertisement
আরও পড়ুন- ‘বিজেপিকে সরাতে সবাই এককাট্টা’, কেজরিওয়ালের সঙ্গে বৈঠক শেষে বার্তা মমতার
আদালত থেকে মিলেছে সেই অনুমতি। বুধবার সংশোধানাগারে গিয়ে তার বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত গ্রুপ সি নিয়োগ মামলায় সপ্তাহ খানেক আগে নাইসার এক আধিকারিকের গোপন জবান বন্দি হয়েছে, উঠে এসেছে তথ্য।
সেই তথ্য খতিয়ে দেখতে জেলে গিয়ে এবার নীলাদ্রিকে জেরা করবে সিবিআই। ইতিমধ্যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। আগামী দিনে নাইসার বেশ কয়েকজন আধিকারিকের বয়ান রেকর্ড করবে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 8:46 PM IST

