সহজেই পেয়ে যান নৌসেনাতে চাকরি! চলছে নিয়োগ! জেনে-নিন কিভাবে আবেদন করবেন!
Last Updated:
#নয়া দিল্লি: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্টের মাধ্যমে শাতাধিক কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। এই পদে আবেদন করার নিয়ম জেনে নিন। শূন্যপদের পদের সংখ্যা ৫৫৪ জন তরুণ এবং তরুণী নিয়োগ করা হবে। মেয়েদের জন্যেও নৌসেনা থাকছে চাকরি। লেবেল ১ অনুযায়ী বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা। প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৫ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। প্রার্থীকে ন্যুনতম দশম শ্রেণি পাশ হতে হবে। সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। পরীক্ষার ফি মাত্র ২০৫টাকা। নেট ব্যাঙ্কিং/ভিসা মাস্টর রুপে ক্রেডিট এবং ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি/ ভিন্নভাবে সক্ষম প্রার্থী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। আবেদন করার জন্য www.joinindiannavy.gov.in এবং www.indiannavy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন incetdcmpr@navy.gov.in-এই আইডিতে। তবে ১৫ মার্চের পর আর কোনও প্রার্থী আবেদন করতে পারবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2019 3:29 PM IST