Recruitement Scam Case: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, FIR দায়ের করতে কেন দেরি? প্রশ্ন তুললেন বিচারপতি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Recruitement Scam Case: কেন FIR দায়ের করতে দেরি করল,বিধাননগর কমিশনারেট? কেন এখনও,যাদের নামে FIR হয়েছে তাদের ৪১এ নোটিশ দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি? পাহাড়ে দুর্নীতি মামলায় পর্যবেক্ষণে এবার প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
কলকাতা: কেন FIR দায়ের করতে দেরি করল,বিধাননগর কমিশনারেট? কেন এখনও,যাদের নামে FIR হয়েছে তাদের ৪১এ নোটিশ দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি? পাহাড়ে দুর্নীতি মামলায় পর্যবেক্ষণে এবার প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, FIR দেরি করে কেন করা হল তার কারণ জানিয়ে বিধাননগর কমিশনারেটকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। সিআইডি এবং বিধান নগর কমিশনারেট রিপোর্ট দিয়ে জানাবে, কেন FIR -এ নাম থাকার পরেও অভিযুক্তদের পাঠানো হল না ৪১এ নোটিশ।
advertisement
advertisement
পাহাড় নিয়োগ দুর্নীতি মামলায় বেনামি চিঠি আর সেখান থেকে উঠে আসে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাং-সহ একাধিক শাসক দলের নেতাদের নামে ইতিমধ্যেই দায়ের হয়েছে FIR। ১৩ মার্চ পরবর্তী শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2025 4:47 PM IST