কিভাবে আগুন লাগল বাগরিতে? সামনে এল চাঞ্চল্যকর ফুটেজ

Last Updated:
#কলকাতা: বাগরির আগুনের উৎস কী? সামনে এল চাঞ্চল্যকর এক ফুটেজ ৷ সেই ফুটেজ থেকেই উঠছে নয়া দাবি ৷ ফুটপাথের ডালায় আগুন থেকেই বাগরি মার্কেটে লাগে। সেই আগুন কি লাগানো হয়েছিল?
আগুন লাগার সময়ের ছবি সামনে আসতেই সন্দেহজনক দুই বাইক আরোহীর ছবি সামনে এসেছে ৷ ছবিতে ২ বাইক আরোহী যুবকের সন্দেহজনক আচরণ। ওই ২ যুবকের খোঁজ করছে পুলিশ। আগুন দেখেও কেন তারা বেরিয়ে যান? নাকি আতঙ্কেই পালান ওই ২ যুবক। তাদের সঙ্গে কথা বলে জানতে চায় পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর। রাত তখন দুটো দশ। আচমকাই আগুন দেখা যায় বাগরি মার্কেটের কাছে। পোস্টের নীচে থাকা একটি বক্স থেকে আগুন ছড়ায় রাস্তার ধারে থাকা ডালায়। আগুন তখন একটু একটু করে বড় হচ্ছে। ঠিক সেই সময়েই দুই যুবককে দেখা যায়, গতিতে বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে। ছবিতে আরও দু’জনকে দৌড়ে পালাতে দেখা গিয়েছে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে যাচ্ছিলেন ঘটনাস্থলে। কিন্তু, ঘটনার সময়ের সেই ভিডিওতেই ধরা পড়েছে দুই যুবকের উল্টো আচরণ।
advertisement
advertisement
আরও পড়ুন 
বাগরি মার্কেটের আগুন কি লাগানো হয়েছিল? এমন সন্দেহও উঠে আসছে। তাই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদের চিহ্নিতকরণ করার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ।
অন্যদিকে, তিন দিন পরে এখনও জ্বলছে বাগরি। পকেট ফায়ার থেকে আগুন। এদিন সকালে ৩ তলায় ফের জ্বলে ওঠে আগুন। ৪ ও ৫ তলাতেও পকেট ফায়ার। শাটার কেটে আগুন নেভানোর কাজ চলছে। দেওয়ালে জল দিয়ে চলছে কুলিং প্রসেস। দোতলায় শাটার কেটে ভেতরে ঢোকার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সিভিল ডিফেন্সের দুই কর্মী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কিভাবে আগুন লাগল বাগরিতে? সামনে এল চাঞ্চল্যকর ফুটেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement